আল্লাহ তাআলা সম্বন্ধে আকিদা-বিশ্বাস

আল্লাহ তাআলা সম্বন্ধে মুসলমানদের আকিদা

প্রশ্ন: আল্লাহ তাআলা সম্বন্ধে মুসলমানদের কী আকিদা রাখা চাই?


উত্তর

১. আল্লাহ তাআলা এক ।

২. আল্লাহ তাআলাই ইবাদত ও বন্দেগির উপযুক্ত; তিনি ছাড়া কেহই

বন্দেগির উপযুক্ত নয় ।

৩. তাঁর কোনও শরিক নেই ।

৪. তিনি সর্বজ্ঞ; তাঁর অজানা কোনও কিছুই নেই ।

৫. তিনি অনেক শক্তি ও ক্ষমতার অধিকারী ।

৬. তিনিই জমিন, আসমান, চাঁদ, সুরুজ, তারকা, ফেরেশতা, মানুষ, জ্বিন, মোটকথা পুরো জাহান সৃষ্টি করেছেন এবং তিনিই পুরো জাহানের মালিক ।

৭. তিনিই মৃত্যু দান করেন; তিনিই জীবিত রাখেন। সকল সৃষ্টির জীবনলাভ ও মৃত্যু তাঁরই হুকুমে হয় ।

৮. তিনিই সকল সৃষ্টির রিজিক দান করেন ।

৯. তিনি আহার করেন না; পান করেন না; নিদ্রা যান না ।

১০. তিনি আপনসত্তায় বিরাজমান; সব সময়ে আছেন এবং সব সময়ে থাকবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url