মানুষের খাদ্য সম্পর্কে আল কুরআনের বানী
খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারবেনা। এ খাদ্যের মূল যোগান দেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা সে বিষয়ে চিন্তাই করি না।
খাদ্য উৎপাদন সম্পর্কে কুরআনের বানী
فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ اِلٰی طَعَامِهٖۤ ﴿ۙ۲۴﴾
اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا ﴿ۙ۲۵﴾
ثُمَّ شَقَقۡنَا الۡاَرۡضَ شَقًّا ﴿ۙ۲۶﴾
فَاَنۡۢبَتۡنَا فِیۡهَا حَبًّا ﴿ۙ۲۷﴾
وَّ عِنَبًا وَّ قَضۡبًا ﴿ۙ۲۸﴾
وَّ زَیۡتُوۡنًا وَّ نَخۡلًا ﴿ۙ۲۹﴾
وَّ حَدَآئِقَ غُلۡبًا ﴿ۙ۳۰﴾
وَّ فَاکِهَۃً وَّ اَبًّا ﴿ۙ۳۱﴾
مَّتَاعًا لَّکُمۡ وَ لِاَنۡعَامِکُمۡ ﴿ؕ۳۲﴾
“মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি।
এরপর আমি ভূমিকে বিদীর্ণ করে তাতে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, শাক-সবজী, যয়তুন, খেজুর, ঘন উদ্যান, ফল এবং ঘাস ।
তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে।”
-(সূরা আবাসা : ২৪-৩২)
সবুজ-শ্যামল বাগ-বাগিচা, কত নাম না জানা ঘাস ও ঝোপঝাড় এগুলো কে সৃষ্টি করলেন?
কে সেই সত্তা যিনি শস্য, ফল ও শাক-সবজীকে মানুষের খাওয়ার উপযোগী বানাতে নির্দিষ্ট নিয়মে এবং পরিমিতভাবে আলো, পানি, মাটি ও বাতাসকে নিয়ন্ত্রণ করলেন ?
দয়া ও কৃপার সাগর মহাপরাক্রমশালী আল্লাহকে অস্বীকার করে এসব জিনিস ভোগ করার কী অধিকার তার থাকতে পারে ?