আল্লামা দেলাওয়ার হোসাঈন সাঈদীকে নিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর গানের অডিও | মুক্ত পাখির ডানায় । ‍Saimum islamic song mp3

আল্লামা দেলাওয়ার হোসাঈন সাঈদীকে নিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর গানের অডিও  | মুক্ত পাখির ডানায় । ‍Saimum islamic song mp3

'মুক্ত পাখির ডানায়' আল্লামা দেলাওয়ার হোসাঈন সাঈদীকে নিয়ে সাইমুমের অডিও গজল ডাউনলোড

আল্লামা সাঈদী ছিলেন বাংলাদেশের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় মুফাসসির ও বক্তা। সুমধুর কন্ঠে করা তাঁর ওয়াজের ভক্ত ছিল অনেক মানুষ। আল্লামা দেলাওয়ার হোসাঈন সাঈদী মৃত্যুতে সাইমুম শিল্পীগোষ্ঠি  ‘মুক্ত পাখির ডানায়’ শিরোনামে গান প্রকাশ করেছে। 
নিচে অডিও গান/গজলটি দেয়া হলো।

‘মুক্ত পাখির ডানায়’ গান/গজলের লিরিক

✅✅ লিরিক্স✅✅

চিরতরে ছাড়া পেল কোরানের পাখি
থাকবে না পাখি আর লৌহকারাগারে
চলে গেল বারাকার দূর পারাবারে-
শহীদের নিরূপম
সুধারঙ মাখি।।
দুই হাতে ছুঁয়ে বলি পাখির কফিন
যতো হোক আমাদের সময় সঙিন,
অবসান করা চাই জালিম জুলুম -
বেদনায় কেউ আর
ঝরাবো না আঁখি।।
ছিলো নাতো এতটুকু তার অপরাধ 
দিলো তবু কটূবাণে মিছে অপবাদ,
এসমাজ কোরানের রঙে রাঙানোই-
একটাই ছিলো তার জীবনের সাধ।...
তাই আজ জনতার বাঁধভাঙা ঢল 
মুখেমুখে তাকবীর বুকভরা বল,
গড়বেই ঘরেঘরে দৃঢ় প্রতিরোধ-
নিপীড়িত মানুষেরা 
হাতে হাত রাখি।। 

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ গজল ইনফু

গজল শিরোনাম  মুক্ত পাখির ডানায়

শিল্পী সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যগণ

গজলের কথা : আবু তাহের বেলাল

গজলের সূর : রাআদ ইজামা

পরিবেশনায় :  Saimum Shilpigosthi Official

গজলের বিষয় : শোকের গজল

গজলটি প্রকাশের তারিখ : ১৭ আগষ্ট ২০২৩

ইউটিউব লিংক : https://youtu.be/y7_2bbXBGvo


‘মুক্ত পাখির ডানায় ’ অডিও অনলাইনে শুনুন💿

মুখে বলো আল্লাহর নাম। মুনাফেকী চরিত্র নিয়ে গজল । Gojol mp3 Download👇


সাইমুমের আরো কিছু সুন্দর গজল /ইসলামি সংগীত

✅ ইসলামী সংগীত সাইমুম শিল্পী গোষ্ঠীর গজল 2022 👉ডাউনলোড

✅ সাইমুমের নতুন গান 👉পাখির মতো কণ্ঠ যদি হতো

✅ রাসুল সাঃ এর অপমানে সাইমুমের প্রতিবাদী গান 👉 রাসূলের অপমানে চুপ কেন তুমি?

✅ সেরা গজল ইসলামী সংগীত 👉ফেরেশতারা নিমেষহারা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url