আল্লাহর প্রেরিত কিতাবসমূহের উপর ঈমানের সংক্ষিপ্ত রূপরেখা
আল্লাহর প্রেরিত কিতাবসমূহের উপর ঈমান
আল্লাহর কিতাবসমূহ সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখা। অর্থাৎ, মানব ও জ্বীনজাতির হিদায়াতের উদ্দেশ্যে আল্লাহ তায়ালা নবীদের উপর বিভিন্ন ঐশীগ্রন্থ নাযিল করেছেন।
সবশেষে নাযিল হয়েছে আলকুরআন যা সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ। কুরআন শরীফ নাযিল হওয়ার পর অন্য সমস্ত কিতাব রহিত হয়ে গেছে। পবিত্র কুরআন এমন মহাগ্রন্থ যার শুরু থেকে শেষ পুরোটাই নির্ভুল।
আল্লাহ তায়ালা এই গ্রন্থের হিফাজতের ওয়াদা করেছেন। এই কিতাবের প্রত্যেকটি বাণী বিশ্বাস করতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে।
আল্লাহ তায়ালা যেমন চিরন্তন, তাঁর বাণী আলকুরআনও তেমন চিরন্তন, ক্ষণস্থায়ী নয় বরং চিরস্থায়ী বলে বিশ্বাস করতে হবে। (শরহুল আকায়েদ: ১৩৪)
আল্লাহ তায়ালা ইরশাদ করেন- “আমি স্বয়ং এ উপদেশগ্রন্থ (কুরআন)
অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমিই এর সংরক্ষক।” (সূরা হিজর : ৯) “এই কিতাবে কোন সন্দেহ নেই। পরহেযগার বান্দাগণের জন্য পথপ্রদর্শক।” (সূরা বাকারা : ২)
“আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও (ন্যায় বিচার সম্পর্কিত) বিধি-বিধান, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে।” (সূরা হাদীদ : ২৫)