ফেরেশতাদের প্রতি ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত সার

ফেরেশতা সম্পর্কে

 ফেরেশতাগণ মহান আল্লাহর গুরুত্বপূর্ণ সৃষ্টি। প্রত্তেক মুসলমানদের এ সম্পর্কে সঠিক ধারণা ও বিশ্বাস থাকা প্রয়োজন। ফেরেশতা সম্পর্কে নিম্নে সংক্ষেপে তুলে ধরা হলো-


ফেরেশতাগণের উপর ঈমান

ফেরেশতাগণের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, অর্থাৎ আমরা অন্তরে দৃঢ় বিশ্বাস রাখব যে, আল্লাহ তায়ালার অগণিত ফেরেশতা আছে। যারা সর্বদা আল্লাহর হুকুম মেনে চলে। তাঁরা নূরের তৈরী এবং নারীও নয় পুরুষও নয়। তারা সর্ব প্রকার পাপমুক্ত। তাঁদের পানাহারের প্রয়োজন হয় না। আল্লাহ তায়ালা যাকে যে কাজে নিযুক্ত করেছেন কিয়ামত পর্যন্ত সে সেই কাজেই নিযুক্ত থাকবে। (শরহুল আকায়েদ: ১৩৩)


আল্লাহ তায়ালা ইরশাদ করেন-

“নভোমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সমস্ত সৃষ্টি আল্লাহকে সিজদা করে এবং ফেরেশতাগণও; আর ফেরেশতাগণ অহংকার করে না।” (সূরা নাহল : ৪৯) 


“অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লিপিকারবৃন্দ। তারা জানে তোমরা যা কর ।" (সূরা ইনফিত্বার : ১০-১২)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url