কিয়ামত দিবসের উপর ঈমানের সংক্ষিপ্ত সার।

কিয়ামত দিবসের উপর ঈমানের সংক্ষিপ্ত সার।

কিয়ামত ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ পৃথিবী একদিন ধ্বংস হবে। মানুষসহ সকল জীবের মৃত্যু হবে। ধ্বংসের সে দিনকেই কিয়ামত বলা হয়। 

কিয়ামতে সংক্ষিপ্ত বর্ণনা

এই কথার উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে, একদিন সমস্ত বিশ্বজগত ধ্বংস হয়ে যাবে। সে দিনকে বলা হয় শেষ দিন বা কিয়ামত। 

কিয়ামত আসার পূর্বে বিভিন্ন আলামত প্রকাশ পাবে। হযরত মাহদী (আ.) ও ঈসা (আ.) এর আগমন ঘটবে। দাজ্জালের ফেতনার আবির্ভাব হবে। 

কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুযের আগমন, পশ্চিম দিক থেকে সূর্য উদয়, দাব্বাতুল আরদ এর আবির্ভাবকে বিশ্বাস করা (অর্থাৎ মক্কার পাহাড় ফেটে অদ্ভুত ধরনের জীব বের হবে)। মোটকথা কিয়ামতের ছোট বড় সকল আলামতের উপর ঈমান আনতে হবে। (শরহুল আকায়েদ: ১৫৯)


আল্লাহ তায়ালা ইরশাদ করেন-

“হে লোকসকল! স্বীয় প্রতিপালককে ভয় কর। নিঃসন্দেহে কিয়ামতের কম্পন বড় ভয়াবহ হবে। যেদিন তোমরা এই কম্পনকে দেখবে সেদিন এমন অবস্থা হবে যে, স্তন্যদানকারিণী নারীগণ ভয়ে আপন স্তন্যপায়ী সন্তানদের ভুলে যাবে। গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। আর লোকদের পাগলের মত দেখা যাবে। অথচ তারা পাগল নয়। বরং আল্লাহর আযাবই বড় কঠিন (যে কারণে তাদেরকে দিশেহারা মনে হবে)।” (সূরা হজ্জ ১-২)

“অবশ্যই কিয়ামত আসবে এতে কোন সন্দেহ নেই। এবং নিশ্চয়ই আল্লাহ তায়ালা কবরবাসীদের পুনরায় উঠাবেন।” (সূরা হজ্জ : ৭)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url