আল্লাহর প্রতি বিশ্বাসের সংক্ষিপ্ত নমুনা

Islamic picture

আল্লাহ তায়ালার উপর ঈমান

মহান আল্লাহর প্রতি আমাদের কি ধরনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি এবং সে অনুযায়ী কর্তব্য রয়েছে তার অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সার নিম্নে দেয়া হলো।

আল্লাহ তায়ালা সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ সর্বদা এই বিশ্বাস অন্তরে রাখতে হবে যে, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই। তিনি সর্ব প্রকার ক্ষমতার একমাত্র উৎস। তিনি সদা-সর্বদা সর্বত্র বিরাজমান। 

তিনি সমস্ত সৃষ্টির একক সৃষ্টিকর্তা। তাঁর কোন শরীক নেই। 

সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ প্রদত্ত যত বিধি-নিষেধ রয়েছে সবগুলো অনস্বীকার্য এবং অবশ্যপালনীয়। তিনি সৎ লোকদের উত্তম প্রতিদান এবং বদলোকদের শাস্তি দিবেন। 

আল্লাহর সত্ত্বা ও অস্তিত্বের উপর বিশ্বাস করা। আল্লাহ তায়ালার সকল গুণাবলী বিশ্বাস করা। আল্লাহ তায়ালা তাঁর সত্ত্বা ও গুণাবলীসহ একক ও অদ্বিতীয় একথার উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তায়ালার সমস্ত হুকুম যেমন- নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদিকে অবশ্য পালনীয় মনে করা। (আক্বীদাতুত্ ত্বহাবী: ৩২-৪৭)

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সিংহভাগে নিজের পরিচয়, একত্ববাদ, বড়ত্ব-মহত্ব ও শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন-

“বলুন, তিনি আল্লাহ, এক । আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাঁকে জন্ম দেয়নি এবং তাঁর সমতুল্য কেউ নেই।” (সূরা ইখলাস: ১-৪)

“নভোমণ্ডল, ভূমণ্ডল এবং উভয়ের মাঝে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।” (সূরা মায়িদাহ : ১২০ )

“তিনি নভ:মণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। যখন তিনি কোন কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন, তখন বলেন হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে যায়।” (সূরা বাকারাহ্ : ১১৭ )

‘কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সবকিছু শ্রবণ করেন, সবকিছু দেখেন।” (সূরা শুরা : ১১)

“আমি প্রত্যেক উম্মতের মধ্যেই এই মর্মে রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুত (শয়তানের অনুসরণ) থেকে বেঁচে থাক।” (সূরা নাহল : ৩৬)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url