আল্লাহর প্রতি বিশ্বাসের সংক্ষিপ্ত নমুনা
আল্লাহ তায়ালার উপর ঈমান
আল্লাহ তায়ালা সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ সর্বদা এই বিশ্বাস অন্তরে রাখতে হবে যে, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই। তিনি সর্ব প্রকার ক্ষমতার একমাত্র উৎস। তিনি সদা-সর্বদা সর্বত্র বিরাজমান।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সিংহভাগে নিজের পরিচয়, একত্ববাদ, বড়ত্ব-মহত্ব ও শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন।
“বলুন, তিনি আল্লাহ, এক । আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাঁকে জন্ম দেয়নি এবং তাঁর সমতুল্য কেউ নেই।” (সূরা ইখলাস: ১-৪)
“নভোমণ্ডল, ভূমণ্ডল এবং উভয়ের মাঝে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।” (সূরা মায়িদাহ : ১২০ )
“তিনি নভ:মণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। যখন তিনি কোন কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন, তখন বলেন হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে যায়।” (সূরা বাকারাহ্ : ১১৭ )
‘কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সবকিছু শ্রবণ করেন, সবকিছু দেখেন।” (সূরা শুরা : ১১)
“আমি প্রত্যেক উম্মতের মধ্যেই এই মর্মে রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুত (শয়তানের অনুসরণ) থেকে বেঁচে থাক।” (সূরা নাহল : ৩৬)