ওয়াজিহা নামের কি অর্থ ?| এই নামটি মানুষের কছে এত প্রিয় হওয়ার কারন কি?
ওয়াজিহা নামের অর্থ |
ওয়াজিহা নামের অর্থ ও এই নামটি মানুষের কছে এত প্রিয় হওয়ার কারন -
ওয়াজিহা নামটি মানুষের কাছে প্রিয় হওয়ার কারণ সঠিকভাবে বিশ্লেষন কষ্টসাধ্য। অনেকেই এমন নাম খঁজেন যা নতুন হবে, নামের অর্থ সুন্দর হবে। নাম বলে বলতে, লিখতে ও মনে রাখতে সহজ হবে। ওয়াজিহা নামটি হয়তো উল্লেখিত কারণসমূহের একটি বহন করে বিধায় মানুষ এটাকে পছন্দ করে।
অনেকেই ইন্টারনেটে সুন্দর নাম খুঁজেন। নামের অর্থ খুঁজেন। মেয়েদের নামের ক্ষেত্রে “ওয়াজিহা” নামটি খুবই জনপ্রিয়। অনেকেই এ নামের অর্থ জানার চেষ্টা করেন।
এসব প্রশ্ন যেমন হয়ে থাকে-ওয়াজিহা শব্দের অর্থ কি? ওয়াজিহা নামের সঠিক অর্থ কি? ওয়াজিহা নামের ইসলামি অর্থ কি? ওয়াজিহা শব্দটি আরবী? ওয়াজিহা শব্দটি কোন লিঙ্গ?
মুলতঃ ওয়াজিহা (وجيهة) একটি আরবী শব্দ যার অর্থ হলো “সম্মানিতা, সম্ভ্রান্ত”। একই শব্দে যদি আমরা ছেলের নাম রাখতে চাই, তাহলে হবে ওয়াজিহ (وجيه) অর্থ হলো একই অর্থাৎ সম্মানিত, সম্ভ্রান্ত। ওয়াজিহা নামের পুরুষ বাচক শব্দ বা নাম
ওয়াজিহা নামের কি অর্থ?
ওয়াজিহা আরবী শব্দ এটি স্ত্রি বাচক শব্দ। এর অর্থ হলো- সম্মানিতা বা সম্ভ্রান্ত। শব্দের অর্থের দিক থেকে নামটি খুবই যথার্থ।
ওয়াজিহা নামের বাংলা অর্থ কি?
যেহেতু আরবীতে (وجيهة) ওয়াজিহা শব্দের অর্থ- সম্মানিতা বা সম্ভ্রান্ত। সুতারাং বাংলায় সম্মানিতা বলতে বুঝায় যে সম্মানের পাত্র। যাকে সম্মান করতে হয়। ওয়াজিহা নামের অর্থ ও বিবরণ
ওয়াজিহা নামের ইংরেজি ও আরবী বানান
নামের বানানের ক্ষেত্রে ভিন্ন ভাষা থেকে ইংরেজী করতে গেলে অনেক সময় সঠিক উচ্চারণে বানান হয়না আবার অনেকেই ভিন্ন ভিন্ন ভাবে বানান লিখেন, তবে আমরা মনে করি ওয়াজিহা নামের সঠিক ইংরেজি বানান হলো Owaziha. ওয়াজিহা শব্দের সঠিক আরবী বানা হলো وجيهة
ওয়াজিহা নামের খ্যাতিমান ব্যাক্তি আছে কি?
ইসলামের ইতিহাসে ‘ওয়াজিহা’ নামে কোন উল্লেখযোগ্য ব্যক্তির আলোচনা দেখা যায়নি। জ্ঞান-বিজ্ঞান ও অন্য কোন সেক্টরেও এ নামের কোন খ্যাতিমান ব্যক্তি নেই।
ওয়াজিহা শব্দটি কোন ভাষা ও লিঙ্গের নাম?
ওয়াজিহা শব্দটি আরবী ভাষার শব্দ। এটি স্ত্রী বাচক শব্দ। যে কারণে এটি মেয়েদের নামের জন্য প্রযোজ্য। তবে এ শব্দের পুরুষ বাচক শব্দ ‘ওয়াজিহ’ শব্দে ছেলেদর নামও রাখা যেতে পারে।
‘ওয়াজিহা’ শব্দের সাথে অন্য শব্দ যোগ করে কিছু নাম
ওয়াজিহা নামটি জনপ্রিয় হওয়ার কারনে অনেকই এ নামটি রাখছেন। এ নামের সাথে অন্য শব্দ যোগ করে কিছু নামের সাজেশন দেয়া হলো-
ওয়াজিহা আক্তার
ওয়াজিহা সুলতানা
ওয়াজিহা তন্নী
ওয়াজিহা সুমী
ওয়াজিহা ইসলাম
ওয়াজিহা লায়লা
ওয়াজিহা রানী
ওয়াজিহা ঐশি
ওয়াজিহা ওহি
ওয়াজিহা উর্মি