সৃষ্টির পরতে পরতে আল্লাহর পরিচয় ছড়িয়ে আছে


আল্লাহর পরিচয়

আল্লাহর অস্তিত্ব এমন সুস্পষ্ট ও আলোকোজ্জল যে, সৃষ্টির পরতে পরতে তা উদ্ভাসিত ।বিশাল সৃষ্টি রাজ্যে ছোট্ট একটি দেহের অধিকারী মানুষ। কিন্তু সে ছোট্ট অবয়বের অধিকারী হলেও সবকিছু তার নিয়ন্ত্রণে। সবকিছুর মধ্যেই তার জন্য উপদেশ নিহিত।


দেখার জন্য, শোনার জন্য, বুঝার জন্য, চিন্তার জন্য কতো কিছুই না ছড়িয়ে আছে আমাদের চারপাশে। এ সুন্দর পৃথিবী, জমিন ও আসমান থেকে খাদ্য ও পানির ব্যবস্থাপনা, সূর্যের আলো ও চন্দ্রের স্নিগ্ধ কিরণ, অথৈ সমুদ্র, সবুজ-শ্যামল মাঠ, ফুলে ফলে সাজানো বাগান, দিনের কোলাহল, রাতের নিরবতা, শিশির ভেজা ভোর, মন মাতানো গোধূলী সবকিছুই যেন ডেকে ডেকে আল্লাহর অস্তিত্বের ঘোষণা দিচ্ছে।


প্রতিটি বস্তুই যেন তাঁর মূর্তপ্রতীক । নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে যায়—সমস্ত প্রশংসা তাঁর, যিনি এ বিশ্বজাহানের প্রতিপালক ।

আল কুরআনের বিভিন্ন আয়াতে মহান আল্লাহ নিজের বিভিন্ন সৃষ্টি প্রসঙ্গ অত্যন্ত চমৎকারভাবে মানুষের সামনে তুলে ধেরেছেন মানুষের উপলব্ধির জন্য।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url