সুন্দর এ পৃথিবী আল্লাহর সৃষ্টি নৈপুন্যের অন্যন্য উপমা
পৃথিবীর সৃষ্টি মানুষের দৃষ্টিকে খুলে দেয়ার জন্য যথেষ্ট
اَفَلَمۡ یَنۡظُرُوۡۤا اِلَی السَّمَآءِ فَوۡقَهُمۡ کَیۡفَ بَنَیۡنٰهَا وَ زَیَّنّٰهَا وَ مَا لَهَا مِنۡ فُرُوۡجٍ ﴿۶﴾
وَ الۡاَرۡضَ مَدَدۡنٰهَا وَ اَلۡقَیۡنَا فِیۡهَا رَوَاسِیَ وَ اَنۡۢبَتۡنَا فِیۡهَا مِنۡ کُلِّ زَوۡجٍۭ بَهِیۡجٍ ۙ﴿۷﴾
تَبۡصِرَۃً وَّ ذِکۡرٰی لِکُلِّ عَبۡدٍ مُّنِیۡبٍ ﴿۸﴾
“তারা কি তাদের উপরস্থ আকাশের দিকে লক্ষ্য করে না—আমি কিভাবে তা নির্মাণ ও সুশোভিত করেছি ? তাতে কোন ফাঁক-ফোকর নেই । আমি ভূমিকে বিস্তৃত করে তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং নয়নাভিরাম বৃক্ষরাজি উৎপন্ন করেছি। এটি জ্ঞান আহরণ ও স্মরণ করার মতো ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্য ।”-(সূরা ক্বাফ : ৬-৮)
অর্থাৎ আসমানকে আল্লাহ্ বিনা খুঁটিতে এতো উচ্চে স্থাপন করে, তাকে গ্রহ-নক্ষত্র দিয়ে সুসজ্জিত করেছেন। ভূপৃষ্ঠকে মসৃণ চাদরের মতো বিছিয়ে দিয়েছেন । যে দিকে দৃষ্টি যায় শুধু সবুজের সমাহার, খাদ্য ও পানীয়ের বাহার এগুলো মানুষের দৃষ্টিকে খুলে দেয়ার জন্য যথেষ্ট। স্মরণ করিয়ে দেয়, এ সুন্দর সৃষ্টির অবশ্যই একজন স্রষ্টা আছেন । আর তিনিই আল্লাহ্ ।