হজ্জ কি এবং উমরা কি? হজ্জ ও উমরা এর মাঝে পার্থক্য
হজ্জ এর পরিচয়
বায়তুল্লাহ বা কা'বা শরীফের সাথে দু'টি ইবাদত সম্পর্কিত ।
প্রথমত, হজ্জ : হজ্জ নির্দিষ্ট দিন তথা ৮ই যিলহজ্জ থেকে ১৩ই যিলহজ্জ পর্যন্ত আদায় করা হয়ে থাকে। বছরের অন্য কোন সময় হজ্জ আদায় করা যায় না ।
উমরা এর পরিচয়
দ্বিতীয়ত, উমরা : ৮ই যিলহজ্জ থেকে ১৩ই যিলহজ্জ ব্যতীত বছরের যে কোন মাসে যে কোন সময় শরীয়ত নির্ধারিত পন্থায় কা'বা শরীফ তাওয়াফ এবং সাফা- মারওয়া সায়ী করাকে উমরা বলে। কিন্তু উমরা আদায়কালে মিনা, আরাফাত ও মুযদালিফায় অবস্থান এবং কুরবানীর প্রয়োজন হয় না ।
উমরার ফরয দু'টি : (১) ইহরাম বাঁধা (২) কা'বা ঘর তাওয়াফ করা
ওয়াজিব দু'টি : (১) সাফা ও মারওয়া সায়ী করা। (২) চুল ছাঁটা বা মাথা মুণ্ডন।
হজ্জ ও উমরা এর মাঝে পার্থক্য
হজ্জ হলো ফরজ ইবাদত এবং উমরা হলো সুন্নত ইবাদত। কারো উপর হজ্জ ফরজ হলে উমরা করার দ্বারা হজ্জ এর ফরজ আদায় হবে না।
উমরা করা নিঃসন্দেহে একটি সাওয়াবের কাজ ও ইবাদত। কিন্তু কেউ যদি জীবনে একবারও উমরাহ না করে এজন্য সে গুনাহগার হবে না।