হজ্জ সম্পর্কে বিস্তারিত জানুন : হজ্জ ফরয হওয়ার শর্ত
হজ্জ ফরয হওয়ার শর্ত
হজ্জ ফরজ হওয়ার জন্য কিছু বিষয়ের উপস্থিতি ও বাধ্য-বাধকতা রয়েছে। সেসবই হজ্জ ফরজ হওয়ার শর্ত।
হজ্জ ফরয হওয়ার শর্ত ৭টি :
(১) মুসলিম হওয়া;
(২) হজ্জ ফরয হওয়ার জ্ঞানলাভ,
(৩) সুস্থ মস্তিষ্ক হওয়া;
(৪) প্রাপ্ত বয়স্ক হওয়া;
(৫) আযাদ হওয়া;
(৬) দৈহিক ও আর্থিকভাবে হজ্জ পালনে সক্ষম হওয়া;
(৭) হজ্জের সময় হওয়া (হজ্জের মাস অর্থাৎ শাওয়াল, যিলকাদ ও যিলহজ্জ মাসের প্রথম ১৩ দিন)।
সুতরাং বাড়ি থেকে পবিত্র মক্কায় যাতায়াতের ব্যয়ভার এবং এ সময়ে স্বীয় পরিবারের ব্যয়ভার বহনে সক্ষম, দৈহিকভাবে সমর্থ, প্রাপ্ত বয়স্ক, জ্ঞানবান (বালেগ ও আকেল) প্রত্যেক মুসলিম নর-নারীর উপর জীবনে একবার হজ্জ করা ফরয । কুরআন মজীদে আল্লাহ্ তাআলা ঘোষণা করেছেন :
وَلِلهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً .
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র কা'বাগৃহে যাতায়াতের জন্য (দৈহিক ও আর্থিকভাবে) সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর হজ্জ আদায় করা ফরয। (৩ : ৯৭) আল্লাহ্ রাব্বুল আলামীন আরো ইরশাদ করেন :
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ
“তোমরা আল্লাহ্ (সন্তুষ্টির) উদ্দেশ্যে হজ্জ ও উমরা পূর্ণ কর।” (২ : ১৯৬)।
মূলত ইসলামের পূর্ব হতেই পবিত্র কা'বা যিয়ারত ও হজ্জ আদায়ের প্রচলন ছিল । হযরত ইবরাহীম (আ) কর্তৃক কা'বা শরীফ পুনঃ নির্মাণের পর আল্লাহ্ তা'আলা তাঁকে নির্দেশ দিয়েছিলেন :
وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ -
এবং মানুষের নিকট হজ্জের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ট্রসমূহের পিঠে, এরা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে ৷ (২২ : ২৭)
বস্তুত মানবজাতির কল্যাণ, বরকত ও ইবাদতের জন্যই পৃথিবীতে সর্বপ্রথম এই ঘর নির্মাণ করা হয়। পবিত্র কুরআনে আল্লাহ্ ঘোষণা করেন :
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ
মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা তো বাক্কায় (মক্কায়) এটা বরকতময় ও পৃথিবীর (মানবজাতির জন্য) পথপ্রদর্শক। (৩ : ৯৬)