ইংরেজিতে কথা বলা শিখুন সহজে : বাংলা টু ইংলিশ ২য় পাঠ
ইংরেজিতে কথা বলা শিখুন সহজে : বাংলা টু ইংলিশ শিখার গুরুত্বপূর্ণ টিপস
ইতিপূর্বে বাংলা টু ইংলিশ শিখার প্রথম পর্ব শেয়ার করা হয়েছে। প্রফেশনালি কথা বলুন: বাংলা টু ইংলিশ কনভারসেইশন শিখার দ্বিতীয় পাঠ শেয়ার করা হলো। আশা করি এর মাধ্যমে আপনার বাংলা টু ইংলিশ শেখার জার্নিটি সহজ হবে।
প্রফেশনালি কথা বলুন: "বাংলা টু ইংলিশ" এক্সপার্টের সহায়তায়
বাংলা একটি সমৃদ্ধ ভাষা যা প্রাচীনতম লেখ্য ভাষাগুলোর মধ্যে একটি। এই ভাষাটি একটি মানুষের সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য এবং চিন্তার আভাস প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলা পড়া, লিখা, সম্প্রচারে আমরা এই ভাষার মাধ্যমে আমাদের ভাবনাগুলো ব্যক্ত করি।
তবে, কিছু সময়ের জন্য বাংলা থেকে ইংলিশে ভাষা পরিবর্তন করা একটি চ্যালেঞ্জ হতে পারে। ভাষার সার্থকতা, ব্যাকরণ, শব্দার্থ এবং সঠিক বাক্য গঠন সহ বিভিন্ন দিকে মনোযোগ দিতে হবে।
প্রবন্ধে আমরা বাংলা টু ইংলিশ ভাষা পরিবর্তনের প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনা করব। ভাষার ভোকেবৃত্তি, উচ্চারণ, বাক্য সংযোগ এবং অনুবাদের জন্য ব্যবহৃত উপাদানগুলো নিয়ে আলোচনা করা হবে। সাথে সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উপর দৃষ্টিপাত করব।
এই প্রবন্ধের মাধ্যমে আমরা আপনাকে বাংলা টু ইংলিশ ভাষা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সূত্র, কার্যপদ্ধতি এবং উপায় সম্পর্কে সহায়তা করব। এটি আপনার সাথে সঙ্গে হবে বাংলা টু ইংলিশ ভাষা ব্যবহারে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে।
Unit-Two
সংক্ষিপ্ত শব্দ: (Shortened words)
আধুনিক যুগে বেশ কিছু ইংরেজী শব্দ বলার সময় Shortened এ বলা হয় যা শ্রুতিমধুর এবং যুগোপযোগী।
Long form Short form
I am I'm (আয়ম)
(আই এ্যাম)
I am not I'm not
(আই এ্যাম নট) (আয়ম নট)
He is He's
(হি ইজ) (হি 'জ)
He is not He isn't / he's not
(হি ইজ নট্) (হি ইজেন্ট/ হি'জ নট্)
It is not It isn`t / It`s not
(ইট ইজ নট) (ইট ইজেন্ট/ ইটস্ নট)
You are (ইউ আর) You're ( ইওর)
You are not You aren't / You're not
(ইউ আর নট) (ইউ আরেন্ট/ই্ওর নট)
We are (ইউ আর) You`re (ইওর)
We are not We aren`t / We`re not
(উই আর নট) (উই আরেন্ট / উয়ের নট)
I have (আই হ্যাভ) I've (আইভ)
I have not I haven't / I've not
(আই হ্যাভ নট) (আই হ্যাভেন্ট / আইভ নট)
They have (দেই হ্যাভ) They've (দেইভ)
They have not They haven't / They've not
(দেই হ্যাভ নট) (দেই হ্যাভেন্ট / দেইভ নট)
I had (আই হ্যাড) I'd (আইড)
I had not I hadn't
(আই হ্যাড নট) (আই হ্যাডেন্ট)
I would (আই উড্) I'd (আইড)
I would not I wouldn't / I'd not
(আই উড্ নট) (আই উডেন্ট / আইড নট)
He does (হি ডাজ) He doesn't (হি ডাজেন্ট)
I did (আই ডিড) I didn't (আই ডিডেন্ট)
I can not I can't
(আই ক্যান নট) (আই ক্যান্ট)
I could not I couldn't
(আই কুড্ নট) (আই কুডন্ট)
I shall not I shan't
(আই শ্যাল নট) (আই শ্যান্ট)
I will (আই উইল) I'll (আয়ল)
I will not I won't
(আই উইল নট) (আই ওনট)
He will (হি উইল) He'll (হিওল)
He will not He'll not/He won't
(হি উইল নট) (হিওল নট / হি ওন্ট)
এবার বাক্যে ( sentence) এসব সংক্ষিপ্ত (short) শব্দের কিছু ব্যবহার দেখানো হল ।
1. আমি এটি করিনি
I did not do it
(আই ডিড নট ডু ইট)
I didn't do it (আই ডিডেন্ট ডু ইট)
2. আমি এটি পেতে চাই
I would like to have this (আই উড লাইক টু হ্যাভ দিস)
I'd like to have this (আইড লাইক টু হ্যাভ দিস)
3. সে আসবে না
He will not come (হি উইল নট কাম)
He'll not come (হিল নট কাম)
He won't come (হি ওন্ট কাম)
4. বৃষ্টি হচ্ছে
It is raining (ইট ইজ রেইনিং)
It's raining (ইট'স রেইনিং)
5. আমি একজন শিক্ষক
I am a teacher (আই অ্যাম আ টিচার)
I'm a teacher (আয়ম আ টিচার)
6. তুমি কাজটি করছ না
You are not doing the work (ইউ আর নট ডুয়িং দ্য ওয়ার্ক)
You aren't doing the work (ইউ আরেন্ট ডুয়িং দ্য ওয়ার্ক)
You're not doing the work (ইওর নট ডুয়িং দ্য ওয়ার্ক)
7. আমি ঢাকায় যাব
I will go to Dhaka (আই উইল গো টু ঢাকা
I'll go to Dhaka (আয়ল গো টু ঢাকা)
৪. তুমি আমার সাথে আসবা
You will come with me (ইউ উইল কাম উইথ মি)
you'll come with me (ইওল কাম উইথ মি)
9. আমি এটা করতে পারি না
I can not do this (আই ক্যান নট ডু দিস)
I can't do this (আই ক্যান্ট ডু দিস)
10. সে আম পছন্দ করে না
He does not like mango (হি ডাজ নট লাইক ম্যাংগো)
He doesn't like mango (হি ডাজেন্ট লাইক ম্যাংগো)
অনুশীলনী (exercise):
এবার এগুলো Short করুন-
I am
They are...
She is ..
He is....
You are..
They are..
I have.....
You have..
I will not..
She would not ...
You are not..
He is not....
That is....
They have...
He does not..
She does not..
I will...
They will...
You will..
I would..
It is not..