কৃতজ্ঞতা প্রকাশ করাই বুদ্ধিমানের কাজ । আল কুরআনের শিক্ষা
কৃতজ্ঞতা প্রকাশ করাই বুদ্ধিমানের কাজ
وَلَقَد أتينا لمحكمة أن اشكر لِلَّهِ وَمَنْ يُشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُلِنَفْسِهِ ، وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ (لقمن : ۱۲)
“আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয় । আর যে অকৃতজ্ঞ হয়, [তার জেনে রাখা উচিত] আল্লাহ্ অভাবমুক্ত, সপ্রশংসিত।” - (সূরা লুকমান : ১২ )
প্রকৃত বুদ্ধিমানের কাজ হচ্ছে— বান্দা তার ওপর অর্পিত নিয়ামত ও অনুকম্পার কৃতজ্ঞতা প্রকাশ করবে। কৃতজ্ঞতা প্রকাশের এ মনোভাব মূলত তার কল্যাণই বয়ে আনে, তার ব্যক্তিত্বকে ছোট করে দেয় না। আল্লাহ তো কারো কৃতজ্ঞতার কাঙাল নন কিংবা কারো অকৃতঘ্নতায়ও তার কিছু যায় আসে না। তিনি তো নিজে নিজেই প্রশংসিত। চাই বান্দা তার প্রশংসা করুক বা না করুক।