নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ প্রকৃতিরই দাবী । আল কুরআনের শিক্ষা । ইসলাম শিক্ষা
নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ প্রকৃতিরই দাবী
وَاللهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَتِكُمْ لا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ
وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ، لَعَلَّكُمْ تَشْكُرُونَ (النحل : (۷۸)
“আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে বের করেছেন। তোমরা কিছুই জানতে না । তিনি তোমাদেরকে চোখ, কান ও মন দিয়েছেন, যেন তোমরা তাঁর অনুগ্রহ স্বীকার করো।"
-(সূরা আন নাহল : ৭৮)
আল্লাহ্ এতো সুন্দর আকার-আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, যে রূপ সৌন্দর্য দিয়ে পৃথিবীর আর কোন প্রাণীকেই তিনি সৃষ্টি করেননি। এই শ্রবণেন্দ্রীয়, দর্শনেন্দ্রীয় ও মনের একটিই মাত্র দাবী, তা হচ্ছে—এগুলো একমাত্র আল্লাহর নির্দেশ অনুযায়ীই চালানো হবে এবং তাঁর শোকরগুজার বান্দা হয়ে থাকবে ।