সকল বস্তু-ই একমাত্র আল্লাহর তাসবীহ করছে । আল কুরআনের শিক্ষা -২


সকল বস্তু-ই একমাত্র আল্লাহর তাসবীহ করছে 

মহান আল্লাহ এমন সত্তা, সারা বিশ্বের প্রতিটি সৃষ্টিই যার তাসবীহ করে চলেছে। মহান আল্লাহর ঘোষনা-

 تُسَبِّحُ لَهُ السَّمَوتُ السَّبْعُ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ ، وَإِنْ مِّنْ شَيْءٍ إِلا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ، إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا 

“সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যাকিছু আছে সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। এমন কিছু নেই যা তাঁর তাসবীহ্ করছে না। কিন্তু তাদের এ তাসবীহ্ ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না।" -(সূরা বনী ইসরাঈল ৪৪)


পৃথিবীর সবকিছুই অবিরাম আল্লাহর তাসবীহ্ ও মহিমা ঘোষণা করছে। আল্লাহ্ তা'আলাই যে তাদের একমাত্র সৃষ্টিকর্তা একথা প্রকৃতিগতভাবেই তাদের ভেতর ঢুকিয়ে দেয়া হয়েছে।

প্রশংসা এবং কৃতজ্ঞতা যদি কেউ প্ৰাপ্য হোন, তিনি তো আল্লাহ্ । কিন্তু মানুষের মধ্যে এমন কিছু বেওকুফ আছে যারা আল্লাহর কৃতজ্ঞতা ও প্রশংসা থেকে বিমুখ। এ নিয়ে যেন তাদের কোন মাথা ব্যাথা নেই। 

তাই আল্লাহ্ রাব্বুল আলামীন তাদেরকে চিন্তা-ভাবনা করার ও সংশোধিত হওয়ার সুযোগ দিচ্ছেন। কারণ তিনি তো অত্যন্ত ধৈর্যশীল ও মার্জনাকারী ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url