প্রশংসা একমাত্র আল্লাহর | আল কুরআনের শিক্ষা -১


প্রশংসা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعُلَمِينَ .

“প্রশংসা ও শোকর একমাত্র আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টিকূলের প্রতিপালক।” -(সূরা আল ফাতিহা : ১)

মানুষের অসাধারণ দেহ সংযোজন ও পরিচালন। সৌন্দর্য সুষমায় ভরা মন মাতানো পৃথিবী। বিশাল সাম্রাজ্য জুড়ে শাস্তি ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা। সমস্ত সৃষ্টিজগত ব্যাপী স্রষ্টার অগণিত নিয়ামত ও রহমত। প্রতিটি বস্তুর দিকে দৃষ্টি দিলেই মনে হয় কে যেন স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন সবকিছুর গায়। 

মানুষ যখন ঐসব বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করে তখন নিজের অজান্তেই তার মন- মগজের ওপর এর প্রভাব পড়ে। আচ্ছন্ন হয়ে যায় সমস্ত চিন্তা-চেতনা। তখন সে স্বতস্ফূর্তভাবে বলে ওঠে সমস্ত প্রশংসা ও শোকর একমাত্র আল্লাহ্ তিনিই বিশ্বজাহানের প্রতিপালক ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url