দোয়ার বই হিসনুল মুসলিম পিডিএফ ডাউনলোড । hisnul muslim dua book pdf bangla download

দোয়ার বই হিসনুল মুসলিম পিডিএফ ডাউনলোড । hisnul muslim dua book pdf bangla download

দোয়ার বই হিসনুল মুসলিম সম্পর্কে তথ্য । About hisnul muslim dua book pdf bangla

বইয়ের নাম : হিসনুল মুসলিম

লেখক : সাঈদ ইবন আলী আল কাহতানী

অনুবাদক : মাওলানা মুহাম্মাদ মূসা

বইয়ের বিষয় : দোয়ার বই

প্রকাশকাল : জানুয়ারী ২০১২

প্রকাশনী : আহসান পাবলিকেশন

পৃষ্ঠা সংখ্যা : ৩৮১

পিডিএফ সাইজ : .৬৮

পিডিএফ সংগ্রহ পাঠাগার.কম

দোয়ার বই হিসনুল মুসলিম সম্পর্কে অথবা দেয়া সম্পর্কে কিছু কথা

যা কিছু চাওয়ার আল্লাহর কাছেই চাইতে হবে এবং যা পাবার আল্লাহর অনুমােদনক্রমেই পাওয়া যাবে। দু'আ শব্দের অর্থ ডাকা, আবেদন করা, কিছু চাওয়া। আমরা দু'আ করি, আল্লাহর কাছে কিছু চাই বা তাঁর কাছে কিছু পাবার দরখাস্ত করি, আবেদন করি।

وَ قَالَ رَبُّکُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَکُمۡ

তােমাদের প্রভু বলেন, তােমরা আমাকে ডাকো (আমার নিকট আবেদন করাে), আমি তােমাদের ডাকে (আবেদনে সাড়া দেবাে” (সূরা মু'মিন : ৬০)


কেবল আল্লাহর কাছেই দু'আ করতে হবে অন্য কিছুর নিকট নয়, তা যতাে মহান ও মহৎই হােক না কেনাে।

সূরা ফাতিহার মধ্যে সেই সুরই ধ্বনিত হয়েছে- “আমরা তােমারই ইবাদত করি এবং তােমার কাছেই সাহায্য চাই"

রাসূলুল্লাহ (সা) বলেন, “হে বৎস! যদি তােমার কিছু চাওয়ার থাকে তবে আল্লাহর কাছে চাও। যদি তােমার সাহায্যের প্রয়ােজন হয় তবে আল্লাহর কাছে সাহায্য চাও। তুমি জেনে রাখাে।

গােটা মানবজাতিও যদি তােমার উপকার করার জন্য ঐক্যবদ্ধ হয় তবে তারা তােমার ততটুকু উপকারই করতে পারবে যতটুকু আল্লাহ তােমার জন্য নির্ধারণ করে রেখেছেন।

অপরদিকে তারা যদি তােমার ক্ষতি করার জন্য ঐক্যবদ্ধ হয় তবে তােমার ততটুকু ক্ষতিই করতে পারবে যতটুকু আল্লাহ তােমার বিরুদ্ধে নির্ধারণ করে রেখেছেন”

(তিরমিযী, মুসনাদ আহমাদ)

বিনীত হৃদয় নিয়ে আল্লাহর কাছে দু'আ করতে হবে। দু'আ কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না। দু'আ কবুল হয়নি এমনটিও ভাবা যাবে না।

বান্দার জন্য কখন কোন্ জিনিস প্রয়ােজনীয় ও উপকারী, আবার তার কাঙ্ক্ষিত কোন জিনিস অপ্রয়ােজনীয় ও ক্ষতিকর তা তিনিই ভালাে জানেন এবং তদনুযায়ী তা বরাদ্দ করেন বা স্থগিত রাখেন।

দু'আ কখনাে বিফল হয় না। বান্দা যা তৎক্ষণাৎ চায় হয়তাে তার কল্যাণের দিক বিবেচনা করে তা বিলম্বে দেয়া হয় অথবা বিকল্প কিছু দেয়া হয় অথবা ঐ দু'আর বরকতে বান্দার এমন বিপদ দূর করা হয়। যার কল্পনাও সে করেনি। সর্বোপরি দু'আর মাধ্যমে কাক্ষিত জিনিস না পাওয়া গেলেও বান্দার আমলনামায় তার সওয়াব লেখা হয়।

দু'-দরূদ পড়ার জন্য কোনাে সময় নির্ধারণ করে নেয়ার প্রয়ােজন নেই। শয়নে-স্বপনে উঠায়-বসায়, জাগরণে, যানবাহনে চলাকালে, ক্ষেতে-খামারে, কল-কারখানায়, অফিস-আদালতে কাজের ফাঁকে ফাঁকে সদা-সর্বদা দুআ-দরূদ পড়তে মশগুল থাকতে হবে।

মনে রাখতে হবে, সময়’ অতি মূল্যবান সম্পদ। যে দিনটি আমার কাছ থেকে চলে যায় সেটি আর কখনাে ফিরে পাওয়া যায় না। “নামায পড়া শেষ হলে তােমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে, আল্লাহর অনুগ্রহ সন্ধান করাে এবং অধিক পরিমাণে আল্লাহর যিকির করাে, তাতে তােমরা সফলকাম হতে পারবে” (সূরা আল-জুমু':১০)


দোয়ার বই হিসনুল মুসলিম পিডিএফ সহজে ডাউনলোডhisnul muslim dua book pdf bangla download easily

খুব সহযে মূল্যবান দোয়ার বই হিসনুল মুসলিম পিডিএফ ডাউনলোড করে পড়ুন। আমল করুন দোয়াময় জীবন গড়ুন।




আরো কয়েকটি দোয়ার বই:


আরো কিছু বাংলা গুরুত্বপূর্ণ বই পিডিএফ | Others Bangla islamic books pdf 

 

Next Post Previous Post
1 Comments
  • Teravel365
    Teravel365 ৮/২/২৩, ১০:১৬ AM

    tnx

Add Comment
comment url