ক্বারী সাইদুল ইসলাম আসাদ এর কুরআন তিলাওয়াত এমপিথ্রি । Quran Tilawat Qari Saidul islam Asad
ক্বারী সাইদুল ইসলাম আসাদ এর পরিচয় :
ক্বারী সাইদুল ইসলাম আসাদ বর্তমান সময়ে সর্বাধিক পরিচিত ক্বারিদের একজন।
যিনি বিভিন্ন ওয়াজ মাহফিল ও অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত (ক্বেরাত) এর মাধ্যমে নিজের পরিচিতি ছড়িয়ে দিয়েছেন দেশের সকল কোরআনের শ্রোতাদের কাছে। সারা দেশের কুরআন প্রেমিক জনতা ক্বারি সাইদুল ইসলাম আসাদ একজন শ্রেষ্ঠ ক্বারি হিসাবেই জানে।
ক্বারী সাইদুল ইসলাম আসাদ এর পড়াশোনা
ক্বারি সাইদুল ইসলাম আসাদ পড়াশোনা আরাম্ভ করেন ঢাকা ডেমরার বাইতুন নূর মাদরাসা হতে।
জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী হতে তিনি দাওরায়ে হাদিস কৃতিত্বের সাথে সমাপ্ত করে।
ক্বারী সাইদুল ইসলাম আসাদ এর কুরআ তিলাওয়াত শেখা
ক্বারী সাইদুল ইসলাম আসাদ এর ক্বেরাত শেখার শুরুটা হয় শায়খুল কুরআন ক্বারি বেলায়েত সাহেব রহ.এর হাত ধরে। তিনি অনেকদিন ক্বারি বেলায়েত সাহেব (রা.) এর সংস্পর্শে থেকে ক্বেরাতে পরিপক্কতা অর্জন করেন।
ক্বারী সাইদুল ইসলাম আসাদ একইসাথে ক্বারী, সঙ্গীত শিল্পী ও ওয়ায়েজ। ক্বেরাতের সাথে সাথে তিনি ইসলামী সঙ্গীত এবং ওয়াজ-মাহফিলও করে থাকেন। তাঁর সকল পরিবেশনায় শ্রোতারা মুগ্ধ থাকেন।
বর্তমানে তিনি বেশ কিছু মাদরাসায় ক্বেরাতের প্রশিক্ষন প্রদান করেন। পাশাপাশি তিনি ঢাকা উত্তরার বায়তুল আমান জামে মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন।
ক্বারী সাইদুল ইসলাম আসাদ এর কুরআন তিলাওয়াত ডাউনলোড :
সূরা আল-আনআম ১৪০-১৪৩ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত।
সূরা আল-আহযাব এর ৪০-৪৮ আয়াত পর্যন্ত তেলাওয়াত।
সূরা ইব্রাহিম ৪০- ৪৩ নং আয়াত পর্যন্ত মনমুগ্ধকর তেলাওয়াত।
সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত।
হা মীম সিজদা ৩০ -৩৫ আয়াত পর্যন্ত মনমুগ্ধকর তেলাওয়াত।
সূরা আল্-বাকারা ১৭৮- ১৮৫ আয়াত পর্যন্ত মনমুগ্ধকর তেলাওয়াত।