বিশিষ্ট ক্বারীদের কন্ঠে সুরা ইয়াসীন‘র তিলাওয়াত । সূরা ইয়াসীনের নামকরণ, নাযিলের সময়কাল, আলোচ্য বিষয় ও সূরার কিছু বৈশিষ্ট
সূরা ইয়াসীন এর নামকরণ
সূরার শুরুতে দু'অক্ষর বিশিষ্ট শব্দটিকেই এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এটাই এ সূরার প্রসিদ্ধ নাম।
হাদীসে এ সূরার আরও কতিপয় নাম উল্লিখিত হয়েছে, যেমন-
আযীমা'—যেহেতু পরকাল তথা কিয়ামত ও হাশর-নশর সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর পরকালে বিশ্বাসই ঈমানের এমন একটি মূলনীতি যার ওপর মানুষের সকল কাজ ও আচরণের শুদ্ধতা নির্ভরশীল। ঈমানের সুস্থতাও পরকাল বিশ্বাসের ওপর নির্ভরশীল।
‘মুয়িম্মাহ'—কারণ এ সূরা তার পাঠককে ‘আমভাবে তথা ব্যাপকভাবে ইহকাল ও পরকালের কল্যাণ দান করে।
‘মুদফি আহ'—অর্থাৎ এ সূরা তার পাঠকদের বিপদ মসীবত দূর করে।
‘ক্বাদিয়াহ'—অর্থাৎ এ সূরা তার পাঠকদের প্রয়ােজন মেটায়।
সূরা ইয়াসীন নাযিলের সময়কাল
সূরার আলােচ্য বিষয় থেকে বুঝা যায় যে, সূরাটি রাসূলুল্লাহ সা.-এর মাক্কী জীবনের মাঝামাঝি বা শেষ পর্যায়ে নাযিল হয়েছে।
সূরা ইয়াসীন এর আলােচ্য বিষয়
সূরা ইয়াসীনে মূলতঃ তিনটি বিষয়ে বিশ্ব-জাহানে ছড়িয়ে থাকা নিদর্শনাবলী ও সাধারণ বুদ্ধিবৃত্তির সাহায্যে আলােচনা করা হয়েছে।
সেই তিনটি বিষয় হলাে তাওহীদ, আখিরাত ও মুহাম্মদ স.-এর রিসালাতের সত্যতা।
বিশ্ব-জগতের নিদর্শনাবলী ও সাধারণ মানব-বুদ্ধির সাহায্যে তাওহীদ তথা আল্লাহর একত্ববাদকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। একইভাবে আখিরাতের সত্যতার প্রমাণ দেয়া হয়েছে। অতপর মুহাম্মদ (সা.) এর নবুওয়তের সত্যতার প্রমাণ দেয়া হয়েছে তার নিঃস্বার্থভাবে যুলম-নির্যাতন সহ্য করা এবং তার যুক্তিসংগত দাওয়াতের ভিত্তিতে ।
তিনি মানব জাতিকে যে বিষয়ের দিকে দাওয়াত দিচ্ছেন তা যথার্থ ও যুক্তিসংগত এবং তা গ্রহণ করে নেয়ার মধ্যেই রয়েছে মানব জাতির কল্যাণ।
অতপর অত্যন্ত জোর দিয়ে কাফিরদেরকে ভীতি প্রদর্শন ও সতর্ক করা হয়েছে, যাতে তাদের মনের তালা খুলে যায় এবং কোনাে কাফির-ই ঈমানের আলাে থেকে বঞ্চিত না হয়।
সূরা ফাতিহা-কে যেমন উম্মুল কুরআন তথা কুরআনের মূল বলা হয়, কারণ সূরা ফাতিহার মধ্যে কুরআন মাজীদের সারসংক্ষেপ রয়েছে ; তেমনি সূরা ইয়াসীনকে কুরআনের কালব বা হৃদয় বলা হয়। কারণ- কুরআনের দাওয়াতকে এ সূরায় অত্যন্ত বলিষ্ঠতা সহকারে পেশ করা হয়েছে।
সূরা ইয়াসীন এর কিছু বৈশিষ্ট্য
মৃত্যুপথ যাত্রীর কাছে এ সূরা পাঠ করলে তার ঈমান সতেজ হয় এবং মৃত্যু সহজ হয়; কেননা তার সামনে আখিরাতের চিত্র ভেসে উঠে, সে বুঝতে পারে তার জীবনের মনযিল আর কতদূর।
অবশ্য পুরােপুরি এ কল্যাণ লাভের জন্য আরবী না জানা লােকের সামনে মূল আরবী তিলাওয়াতের সাথে সাথে তার অনুবাদও শুনিয়ে দেয়া উচিত। এতে করে তাকে আখিরাত সম্পর্কে উপদেশ দান ও তা স্মরণ করিয়ে দেয়ার পরিপূর্ণ হক আদায় হয়ে যায়।
হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের রা. বলেন, কোনাে অভাবী ব্যক্তি যদি অভাবঅনটনের বেলায় ইখলাসের সাথে সূরা ইয়াসীন পাঠ করে, তার অভাব-অনটন দূর যায়।-(মাযহারী)
ইয়াহইয়া ইবনে কাসীর বলেন, যে ব্যক্তি এ সূরা সকালে পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত সুখে-শান্তিতে থাকবে, আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে।-(মাযহারী)
বিভিন্ন ক্বারীদের কন্ঠে আল কুরআনের সুরা ইয়াসিন‘র তিলাওয়াত অডিও ডাউনলোড
- কুরআন তিলাওয়াত-সুরা ইয়াসিন অডিও -মিশারি রশিদ আল-আফাসি 👉ডাউনলোড
- কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ক্বারী আব্দুল বাসিত (হদর) 👉 ডাউনলোড
- কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ক্বারী আব্দুল বাসিত (ক্বেরাত, বাংলা অর্থসহ) 👉 ডাউনলোড
- কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ইসমাঈল আন-নূরী 👉 ডাউনলোড
- কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ইসলাম সুবহী 👉 ডাউনলোড
- কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ক্বারী আবু রায়হান 👉 ডাউনলোড
- কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - ক্বারী সাকের ক্বাসেমী (বাংলা অর্থসহ) 👉 ডাউনলোড
- কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - হাফেজ ক্বারী নাজমুস সাকিব 👉 ডাউনলোড
- কুরআন তিলাওয়াত - সুরা ইয়াসিন অডিও - হাফেজ সাইফুল ইসলাম পারভেজ 👉 ডাউনলোড
আল-কুরআন ও এর সূরা বিষয়ে আরো কয়েকটি পোষ্ট :
টেগ : কুরআন তিলাওয়াত সুরা ইয়াসিন, কুরআন তিলাওয়াত ইয়াসিন, কুরআন তিলাওয়াত ডাউনলোড, কুরআন শরীফ তিলাওয়াত অডিও, কুরআন তিলাওয়াত ক্বারী আব্দুল বাসিত, কুরআন তিলাওয়াত হদর