অন্তর শীতল করা শ্রোতাপ্রিয় ইসলামী সংগীত ‘‘অনুতাপ - ONUTAP’’ লিরিক ও এমপিথ্রি । Bangla gojol 2021 by Muneam Billah
জনপ্রিয় ইসলামী সংগীত ‘‘অনুতাপ - ONUTAP’’
সংগীত: অনুতাপ
শিল্পী : মুনাঈম বিল্লাহ
গীতিকার : আতিকুল ইসলাম
সূরকার : আতিকুল ইসলাম
সংগীত পরিচালনা : এইচ আল হাদী
পরিবেশনা : Munaem Billah Official
সংগীতের বিষয় : মুনাজাত-প্রার্থণা
ইউটিউব লিংক : https://youtu.be/zlB87axPnoY
শ্রোতাপ্রিয় ইসলামী সংগীত ‘‘অনুতাপ - ONUTAP’’ লিরিক
রাব্বিগফির ওয়ার হাম ওয়া আনতা খায়রুর রাহিমীন
তুমি গুনার বোঝা টা'কে
ভরে দাও নেকে।
যদি ডাকার মত কেউ
তোমাকে ডাকে।
তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও
রহমের ফুল।
যদি প্রর্থনা হয়ে যায় কবুল-
আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ইয়া আল্লাহ
সেই আশাতে এই মন
বেঁধে রাখি,
অনুতাপে ভেজাই
আমার দু'টি আঁখি।
ভুল গুলো ফুল করে,
তোমার সুবাস দাও মেখে--
তুমি গুনার বোঝা টা'কে
ভরে দাও নেকে।
যদি ডাকার মত কেউ
তোমাকে ডাকে।
তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও
রহমের ফুল।
যদি প্রর্থনা হয়ে যায় কবুল
আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ইয়া আল্লাহ
সে ভঁয়েতে এই বুক
উঠে কেঁপে।
কবরের মাটি যবে ধরবে
আমায় চেপে।
অসহায় এ আমি
নিদানে থেকো মোর পাশে ---
তুমি গুনার বোঝা টা'কে
ভরে দাও নেকে।
যদি ডাকার মত কেউ
তোমাকে ডাকে।
তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও
রহমের ফুল।
যদি প্রর্থনা হয়ে যায় কবুল
আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ইয়া আল্লাহ