নিজ বংশ ত্যাগ করে অন্য বংশের পরিচয় দেয়া -আল্লামা মুফতি মুহাম্মদ শফী (রহ.)


কিছু মানুষ আছে নিজের মান-মর্যাদা বৃদ্ধি অথবা অন্য কোন উদ্দেশ্যে নিজ বংশের পরিচয় বাদ দিয়ে অন্য বংশের পরিচয় গ্রহণ করে। আর এটাকে সে অপরাধ মনে করে না। ইসলামের দৃষ্টিতে এটাও একটা বড় গুনাহ ।

নিজ বংশ ত্যাগ করে অন্য বংশের পরিচয় দেয়া

যেমন কোন ব্যক্তি সিদ্দিকী নয় কিন্তু নিজকে সিদ্দিকী বলে পরিচয় দান করা, যে সায়্যিদ নয় সায়্যিদ লেখা বা কুরাইশী নয় নিজে কুরাইশী বলে প্রকাশ করা, আনসারী নয় কিন্তু আনসারী বলে নিজেকে প্রকাশ করা।

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের পিতার পরিচয় পরিত্যাগ করে অন্য বংশের দিকে নিজেকে সম্পর্ক করে, তার জন্য জান্নাত হারাম। -(বুখারী, মুসলিম, আবু দাউদ)

এটি  কবীরা গুনাহ এবং বাস্তবিকভাবেই এটি স্বাদহীন এবং অনুপকারী। এই প্রকার বংশের পরিবর্তনকে সম্মানের বিষয় মনে করা সম্পূর্ণ ভুল। কারণ এটি চিরদিন গোপন থাকেনা বিধায় এতে পার্থিব জগতেও সম্মান পাওয়া যায় না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url