অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আলেম হওয়াটাই কি অপরাধ? -মাওলানা আবদুর রহীম আল মাদানি
বাংলাদেশের তরুন আলেমেদ্বীন ও জনপ্রিয় বক্তা মাওলানা আবদুর রহীম আল মাদানি তাঁর ফেইসবুক স্ট্যাটাসে মাওলানা মামুনুল হক হাফি.'র কোর্টে আনার দৃশ্য বিশ্লেষণ করে একটি আবেগঘণ পোস্ট করেন। নিম্নে তা তুলে ধরা হলো
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আলেম হওয়াটাই কি অপরাধ?
-মাওলানা আবদুর রহীম আল মাদানি
এদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আলেম হওয়াটাই কি অপরাধ? ওসি প্রদীপ দেশের শ্রেষ্ঠ সন্তান মেজর সিনহার বুকে গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে।
অসংখ্য মানুষকে বিনা অপরাধে টাকার জন্য ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে।
অসংখ্য নারীকে জিম্মি করে ধর্ষণ করেছে। অবৈধভাবে ওসি প্রদীপ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। অথচ আদালতে তাকে হাজির করার দৃশ্য আর একজন আলেমকে হাজির করার দৃশ্যে কত ব্যবধান।
দৃশ্য দেখে মনে হয় এই আলেমের চেয়ে বড় অপরাধী এই দেশে আর কেউ নেই। সময় পরিবর্তনশীল। আল্লাহ তায়ালা ছাড় দেন কিন্তু কাউকে চূড়ান্তভাবে ছেড়ে দেন না।