ইসলামের দৃষ্টিতে ‘বিনা অনুমতিতে কারো বাড়িতে উঁকি দিয়ে দেখা বা প্রবেশ করা’ -আল্লামা মুফতি মুহাম্মদ শফী (রহ.)


 পার্থিব লাভহীন পাপ

আমরা প্রতিনিয়ত এমন কিছু গুনাহে লিপ্ত হই, যাতে পার্থিব কোন লাভ নেই এবং যা না করার কারনে দুনিয়ার কোন ক্ষতিও নেই ।

কিন্তু এটি করা অনেক বড় গুনাহ যা আখেরাতে আপনাকে ব্যাপক ক্ষতির মুখে ফেলতে পারে।

এমনই একটি গুনাহ বা পাপ বিনা অনুমতিতে কারো বাড়িতে উঁকি দিয়ে দেখা বা প্রবেশ করা;

 

বিনা অনুমতিতে কারো বাড়িতে উঁকি দিয়ে দেখা বা প্রবেশ করা

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

যে ব্যক্তি বিনা অনুমতিতে কারো ঘরে উঁকি দিয়ে দেখে, ঘরবাসীর জন্য জায়েয উঁকিদাতার চোখ অন্ধ করে দেয়া।

 

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও ইরশাদ করেন,

যে ব্যক্তি অনুমতির পূর্বে কারো ঘরের পর্দা উঠিয়ে ঘরের ভিতরে দৃষ্টি করে সে এমন একটি কাজ করল যা তার জন্য হালাল নয়।” -(তিরমিযী)

 

হুকুমটিকে সাধারণ মানুষ অজ্ঞতার কারণে কেবল মেয়ে মহলের সঙ্গে সংশ্লিষ্ট মনে করে পুরুষ মহলে প্রবেশ করা অথবা উকি দিয়ে দেখাকে হুকুমের অন্তর্ভুক্ত মনে করে না এবং বিনা কারণে কবীরা গুনাহর মধ্যে লিপ্ত হয়।

 

তবে এমন পুরুষ মহল কখানে ধর্তব্য নয় যা যাতায়াতের জন্য খুলা থাকে, যেমন বাজারের দোকানসমূহ বা কারখানা, ফ্যাক্টরী ইত্যাদি বা এমন কোন জায়গা যা বিশেষ সময়ে খুলা হয়, তাহলে উহাতে সময় অনুমতি নেয়ার প্রয়োজন নেই। অন্য সময় গেলে অনুমতির প্রয়োজন আছে।

ইসলামী বিষয়সমূহ পেতে নিয়মিত ভিজিট করুন : www.su-path.com

প্রবন্ধটির পিডিএফ ডাউনলোড করুন 👉👉এখানে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url