দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থ সংশ্লিষ্ট কথা বলা কি অপরাধ? -মাওলানা মিজানুর রহমান আজহারী


মুফতি কাজী ইব্রাহীমে’র বাসায় হামলা ও অপহরণ

বাংলাদেশের প্রখ্যাত আলেম ‘মুফতি কাজী ইব্রাহীমে’র বাসায় ২৭ সেপ্টম্বর গভীর রাতে হামলা করা হয়। পরবর্তীতে সংবাদে জানা যায় তাঁকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।  

এ ঘটনাকে কেন্দ্র করে মাওলানা মিজানুর রহমান আজহারী তাঁর ভেরিফাইড ফেইসবুক পেইজে নিন্মোক্ত লিখিত বক্তব্য পোষ্ট করেন-

 

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব স্বার্থ সংশ্লিষ্ট কথা বলা কি অপরাধ?

-মাওলানা মিজানুর রহমান আজহারী

 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আলেম ওলামা এবং দ্বায়ীদের সাথে যা ঘটছে তা অত্যন্ত দু:খজনক। দুদিন যেতে না যেতেই নতুন নতুন গুমের খবর। একের পর এক ঘটনাগুলোর পুনরাবৃত্তিসত্যিই ভাবিয়ে তুলছে সবাইকে।

দ্বায়ীরা যদি এভাবে সব সময় হয়রানির শিকার হোন, গুমাতঙ্কে থাকেন এবং নিরাপত্তাহীনতায় ভুগেন, তাহলে তাঁরা দাওয়াতি কাজ করবেন কিভাবে? কুরআন সুন্নাহর আলোকে জাতিকে গাইড করা কি অপরাধ? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব স্বার্থ সংশ্লিষ্ট কথা বলা কি অপরাধ? বাসায় কুরআন, হাদিস এবং ইসলামি সাহিত্য রাখা কি অপরাধ? কিন্তু এগুলো সবই যেন আজ অপরাধ বলে বিবেচিত হচ্ছে। কোন পথে হাটছে বাংলাদেশ?? দেশপ্রেমিকরাই যেন আজ দেশে অবাঞ্ছিত।

মুফতি কাজী ইব্রাহীম এই দেশের একজন শীর্ষস্থানীয় প্রবীণ আলেম এবং দ্বায়ী। আজ ভিডিও বার্তায় তাঁর যে অসহায়ত্ব ফুটে উঠেছেতা ব্যথিত করেছে গোটা দেশের সকল ইসলামপ্রিয় জনতাকে। এমন নির্বিবাদী উম্মাহ দরদী আলেমের সাথে এরকম আচরণের তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে এই বিদগ্ধ আলেমে দ্বীনকে সসম্মানে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।

আলেমদের উপর বিশেষ নজরদারি, অযথা হয়রানি এবং গুমের নোংড়া সংস্কৃতি বন্ধ হোক। এভাবে দেশের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হোক তা আমরা চাইনা। আল্লাহ তাআলা তাঁর দ্বীনের সকল দ্বায়ীদের নিরাপত্তার চাদরে আবৃত রাখুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url