ইতিহাস বিষয়ক বই ‘মোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস’ পিডিএফ ডাউনলোড | Bangla Boi Pdf Download

ইতিহাস বিষয়ক বই ‘মোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস’ পিডিএফ ডাউনলোড 











হ্যাশট্যাগ :

#বাঙ্গালী মুসলিমদের ইতিহাস

#ইতিহাস বিষয়ক বই

#মাওলানা আকরাম খাঁ


‘মোসলেম বঙ্গের ইতিহাস’ বইটি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

বইয়ের নাম :     মোসলেম বঙ্গের ইতিহাস

লেখক   :          মাওলানা আকরাম খাঁ

পুনঃ প্রকাশ :    ফেব্রুয়ারী ২০০২

প্রকাশনায় :       ঐতিহ্য

পিডিএফ সাইজ : ৫.৭৪ এমবি


‘মোসলেম বঙ্গের ইতিহাস’ বইটি সম্পর্কে সংক্ষিপ্ত কথা :

মওলানা আকরম খাঁ বাংলার মুসলমানদের ধর্ম কৃষ্টি এবং সাংস্কৃতিক জাগরণের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন।

বিভাগপূর্ব ভারতবর্ষে শিক্ষা-দীক্ষায় বাংলার মুসলমানরা হিন্দুদের থেকে অনেক পিছিয়ে থাকার ফলে তারা হিন্দুদের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে নিগৃহীত হতেন। তখনকার পত্র-পত্রিকায় মুসলমানদের পক্ষে সংবাদ পর্যন্ত পরিবেশন করা হতোনা। বরং তদানীন্তন হিন্দু শিক্ষিত সমাজ মুসলমানদের ঘৃণা আর অবজ্ঞা করে সংবাদ পরিবেশন করতেন।

এ রকম একটা অসহনীয় অবস্থায় মওলানা আকরম খাঁ তাঁর কয়েকজন সাংবাদিক বন্ধুর সহযোগীতায় ১৯৩৬ সালে কলকাতায় প্রথম তার নিজের সম্পাদনায় 'আজাদ' নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন।

শোনা যায় চল্লিশ দশকের ভারত বিভাগের ডামাডোলের সময় সাম্প্রদায়ীক হিন্দুৱা 'আজাদ' পত্রিকাকে 'অজাত' পত্রিকা বলে ডাকতেন।  

সত্যিকার ইতিহাস জানার চেষ্টা করলে বাঙালী হিন্দু কতৃক বাঙ্গালী মুসলমানদের অনেক নিগ্রহের কথা জানা যাবে। মওলানা আকরম খাঁর সারা জীবনের চেষ্টা ছিল এ ধরনের নিগ্রহের হাত থেকে তার নিজের জাতভাইদের রক্ষা করা।

তাই তিনি তাঁর লেখনির মাধ্যমে বাঙালী মুসলমানদের তাদের নিজস্ব ইতিহাস জানাবার চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন সত্যিকার ইতিহাস লেখার।

তার জীবনের একমাত্র সাধনা ছিল বাঙ্গালী মুসলমানদের শিক্ষিত আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা।

তাঁর সেই সাধনা বাস্তবে রূপ লাভ করেছে। তিনি তাঁর জীবিতাবস্থায় তার বাস্তব রূপ দেথতে সক্ষম হয়েছেন ।

মওলানা আকরম খাঁর লেখা ‘মোসলেম বঙ্গের ইতিহাস’ বাংলার মুসলমানদের অতীত ইতহাস ও ক্রমধারা দিয়ে লেখা।

 

Bangla History book pdf ‘মোসলেম বঙ্গের ইতিহাসDownload

গুগল ড্রাইভ 👉ডাউনলোড

মিডিয়া ফায়ার 👉ডাউনলোড

 

 

সম্পর্কিত বিষয় সমূহ :

নতুন বাংলা ইসলামিক বই pdf 2021, বাংলাদেশ ইসলামিক সেন্টার বই pdf, গুরুত্বপূর্ণ ইসলামিক বই সমূহ pdf, ইসলামিক সিরিজ বই pdf, ইসলামিক ফাউন্ডেশনের বই pdf download, সেরা ইসলামিক বই pdf, ইসলামিক বইয়ের তালিকা pdf, ইসলামিক ফাউন্ডেশন এর বই pdf download, মাওলনা আকরাম খাঁ, ইসলামের ইতিহাস

 

Related Tag :

Bangla islamic boi pdf free download, New islamic pdf book free download, islamic boi pdf, islamic foundation books pdf free download, bangla kitab pdf, islamic boi somahar, lost islamic history bangla pdf, pdf islamic kitab


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url