যাকাত আদায় না করার ভয়াবহ পরিণাম

 কুরআনে বর্ণিত যাকাত আদায় না করার শাস্তি

আলকোরআনের এ আয়াতটি দেখুন, যাকাত আদায় না করার ক্ষেত্রে কী ভয়ঙ্কর আযাবের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ

يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَٰذَا مَا كَنَزْتُمْ لِأَنْفُسِكُمْ فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ

আর যারা স্বর্ণ-রৌপ্য সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় তা খরচ করে না তাদের আপনি কষ্টদায়ক আযাবের সুসংবাদ দিন, যেদিন তপ্ত করা হবে সেগুলোকে জাহান্নামের আগুনে, অনন্তর তা দ্বারা দাগানো হবে তাদের কপাল, পার্শ্ব ও পিঠ, (আর বলা হবে,) এ তো ঐ সম্পদ যা তোমরা জমা করেছো নিজেদের জন্য, সুতরাং যা জমা করতে তার স্বাদ আস্বাদন করো (তাওবাহ, ৯ : ৩৪, ৩৫)

হাদীসে রাসূলে যাকাত আদায় না করার ভয়ঙ্কর শাস্তির বর্ণনা

হাদীছ শরীফেও উচ্চারিত হয়েছে ভয়ঙ্কর আযাবের হুঁশিয়ারি। যেমন -যারা যাকাত আদায় করে না, কেয়ামতের দিন তাদের সম্পদ ভয়ঙ্কর বিষধর সাপের ছুরত ধারণ করবে এবং তার চোয়াল পেঁচিয়ে ধরবে, আর দংশন করে করে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ! আমি তোমার সঞ্চিত সম্পদ! তারপর তিনি لا يحسبن الذين يبخلون আয়াতটি তিলাওয়াত করেন। (বুখারী, কিতাবুযযাকাত, হযরত আবু হোরায়রা রা. হতে বর্ণিত, হাদীছ নং ১৪০৩)

যে যাকাত আদায় করেনা সে যালিম

আল্লাহ তা‘আলা যাদের দয়া করে সম্পদ ও সচ্ছলতা দান করেছেন। বিভিন্ন নায-নেয়ামত দান করেছেন তারা যদি এর কৃতজ্ঞতা আদায় না করে এবং যাকাত আদায় না করে আল্লাহর হুকুমের নাফরমানি করে, তারা যদি গরীবের প্রতি দয়া না করে, বরং এতীম, মিসকীন ও অভাবিদের প্রতি নির্দয় আচরণ করে তাহলে তাদের চেয়ে বড় যালিম আর কে হতে পারে? এমন কঠিন শাস্তিই তো তাদের প্রাপ্য হওয়ার কথা! প্রত্যেক মালদার মুসলমানকে আল্লাহ যেন তাওফীক দান করেন সন্তুষ্ট চিত্তে যাকাত আদায় করার এবং আখেরাতের ভয়াবহ আযাব থেকে বেঁচে থাকার, আমীন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url