সকল কিছুর প্রতিদান একমাত্র আল্লাহর দান -ড. আয়ায আল ক্বরনী, সৌদি আরব
আল্লাহ যদি কিছু নিয়ে নেন তার চেয়ে উত্তম কিছু দেন
যদি আল্লাহ তাআ'লা আপনার কাছ থেকে কোন কিছু নিয়ে নেন, তাহলে তার চেয়েও উত্তম কিছু দিয়ে তার প্রতিদান দেবেন- যদি আপনি ধৈর্য ধারণ করেন ও সাওয়াবের আশা রাখেন।
পবিত্র হাদীসে কুদসীতে আল্লাহ ইরশাদ করেছেন-
'আমি যার প্রিয় দুটি বস্তু অর্থাৎ দু' চোখ ছিনিয়ে নিই এবং সে ধের্য ধারণ করে, তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। '
'এ দুনিয়া থেকে আমি যার কোন বন্ধু নিয়ে নিই আর সে ধৈর্য ধারণ করে এবং সাওয়াবের আশা রাখে, আমি তাকে এর বিনিময়ে জান্নাত দান করব।'
যে সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। ঘরের নাম হবে 'বাইতুল হামদ' তথা প্রশংসা-গৃহ।
ধৈর্যের প্রতিদান
এভাবে প্রতিটি বিষয়ই আপনি ভাবুন। সুতরাং বিপদ-আপদে ঘাবড়াবেন না। আফসোস করবেন না। যিনি বিপদ-আপদ দিয়েছেন, তাঁর কাছে জান্নাত আছে। সাওয়াব আছে। মহা নেয়ামত আছে।
আল্লাহর যে সকল নেককার বান্দা মসিবতে পতিত হবে এবং সাওয়াবের আশায় ধৈর্য ধারণ করবে, জান্নাতে তাদেরকে বলা হবে-
سَلَٰمٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى ٱلدَّارِ
তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের ধৈর্য ধারণের বিনিময়ে। আর তোমাদের এ পরিণাম গৃহ কতইনা চমৎকার। [আর-রাদ (الرّعد), আয়াত: ২৪]
আমাদের উচিত বিপদ-আপদে ধৈর্য ধারণ করে প্রতিদান ও উত্তম ফলাফলের জন্য অপেক্ষা করা।
أُو۟لَٰٓئِكَ عَلَيْهِمْ صَلَوَٰتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُهْتَدُونَ
তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত। [সূরা আল বাকারা (البقرة), আয়াত: ১৫৭]
বিপদগ্রস্তদের জন্য সুসংবাদ
বিপদগ্রস্ত ও সংকটাপন্নদের জন্য সুসংবাদ। এ পার্থিব জীবন খুবই নগন্য। এর ধন-দৌলত অত্যন্ত তুচ্ছ। পক্ষান্তরে আখরাত স্থায়ী ও উৎকৃষ্ট। তার নেয়ামত অফুরন্ত। যে এখানে বিপদগ্রস্ত হবে, সেখানে তাকে প্রতিদান দেওয়া হবে। যে এখানে ক্লান্তি ভোগ করবে, সেখানে সে আরাম-আয়েশে থাকবে।
অতএব, হে বিপদগ্রস্ত! তোমার যা-ই হারিয়েছে, তুমি লাভেই আছ।
ভোগবাদীদের জন্য শুধু যন্ত্রণা
যারা এ পার্থিব জগতের সঙ্গেই আষ্টেপৃষ্টে লেগে আছে, যারা এ পার্থব জগতের প্রতি আসক্ত, তাদের কাছে এর আরাম আয়েশ হাতছাড়া হয়ে যাওয়া খুবই কষ্টকর। কারণ, তারা কেবল এ দুনিয়াই কামনা করে। ফলে বিপদ আপদ, বালা-মুসিবত তাদের কাছে খুব বড় হয়ে দেখা দেয়। সামান্য বিপদ-আপদেই তারা বিচলিত হয়ে পড়ে।
فَضُرِبَ بَيْنَهُم بِسُورٍ لَّهُۥ بَابٌۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحْمَةُ وَظَٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلْعَذَابُ
অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব। [সূরা আল-হাদীদ (الحديد), আয়াত: ১৩]
আল্লাহর কাছে যা আছে, তা উত্তম, উৎকৃষ্ট ও সুন্দর।