টক লেবু দিয়ে মিষ্টি শরবত তৈরি করে ফেলুন

টক লেবু দিয়ে মিষ্টি শরবত তৈরি করে ফেলুন
বিচক্ষণ ও দূরদর্শী ব্যক্তি লোকসানকে লাভে পরিণত করেন। পক্ষান্তরে। নির্বোধ ও মূর্খরা এক মসিবতকে দুই আপদে পরিণত করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হল, তখন তিনি মদীনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেললেন; যা ইতিহাসকে আজও হতবাক করে রেখেছে।

ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ.কে জেলে আবদ্ধ করা হয়েছে। চাবুক মারা হয়েছে। পরবর্তীতে তিনি হাদীসের ইমাম হয়ে গেছেন।

শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়াহ রহ.কে কয়েদখানায় বন্দী করা হয়েছিল। যখন তিনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন, তখন ইলমের বিশাল ভাণ্ডার তার সঙ্গে ছিল। 

ইমাম সারাখসী রহ.কে বন্দী করে একটি পরিত্যাক্ত কূপের নীচে রেখে দেওয়া হয়েছিল। সেখানে তিনি বিশ খণ্ডে ইসলামী আইন শাস্ত্র রচনা করেছিলেন। 

আল্লামা ইবনুল আসীর রহ.কে ঘরে আবদ্ধ করে রাখা হয়েছিল। আবদ্ধ থাকাবস্থায়। তিনি জামিউল উসূল’ ও ‘নিহায়াহ' এর মতো বিখ্যাত কিতাব লিখে ফেলেছেন। আল্লামা ইবনুল জাওযী রহ.কে বাগদাদ থেকে নির্বাসিত করা হয়েছিল। অতঃপর তিনি সাত কেরাতের তাজভীদ তৈরি করেছিলেন। 

হযরত মালেক ইবনে রাইব রহ. প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছিলেন, যা পরবর্তীতে তার মৃত্যু-রোগ বলে প্রমাণিত হয়েছিল- এমতাবস্থায় তিনি তার অত্যন্ত মূল্যবান ও প্রসিদ্ধতম কবিতা রচনা করেছিলেন।

আবু যুআইব আল হুযালী রহ. এর ছেলেরা মারা যাওয়ার পর তাদের প্রশংসা করে তিনি যে উচ্চাঙ্গের কবিতা রচনা করেছিলেন, তা বিশ্ববাসী শুনে তার যথার্থ মূল্যায়ন করেছে। 

     অতএব, আপনি যদি কোনো বিপদ-আপদের সম্মুখীন হন, তা হলে। তার আলোকিত দিকটি খোঁজ করুন। কেউ আপনাকে টক লেবু-রসের পেয়ালা দিলে আপনি তাতে সামান্য চিনি দিয়ে মিষ্টি শরবত বানিয়ে ফেলুন। কেউ আপনাকে মরা সাপ। দিলে আপনি তার মূল্যবান চামড়াটি রেখে বাকি অংশটুকু ফেলে দিন। মনে রাখবেন, যাকে বিচ্ছু দংশন করে, তার গায়ে সাপের বিষ ক্রিয়া করে না। 

যত প্রতিকূল পরিস্থিতিই সামনে আসুক, আপনি তা মানিয়ে নিবেন। দেখবেন, আপনি শুধু ফুল আর ফুলই পাবেন। 

`হতে পারে তোমরা কোনো বস্তুকে অপছন্দ কর; অথচ তা তোমাদের জন্য কল্যাণকর।' [সুরা বাকারা : ২১৬]

ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স দু’জন নামীদামি কবিকে গ্রেফতার করেছিল। তাদের একজন ছিলেন আশাবাদী। অপরজন ছিলেন নিরাশাবাদী। একদিন উভয়েই জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়েছিলেন। আশাবাদী কবি আকাশের তারকা দেখে হেসেছিলেন আর নিরাশাদী কবি পাশের রাস্তায় ময়লা-আবর্জনা দেখে কেঁদেছিলেন। জীবনের দুই দৃষ্টিভঙ্গির মাঝে এতটাই পার্থক্য! মনে রাখবেন, দুনিয়াতে কেবল মন্দ আর মন্দই আছে- এমন নয়। অতএব, প্রতিটি বিপদ-আপদের কল্যাণকর দিকটিই অনুসন্ধান করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url