শুধু আজই আপনার । জীবন গঠনে সহায়ক কিছু কথা
এ ভেবে দিন অতিবাহিত করুনে
যেন আজ আপনার জীবনের শেষ দিন
আপনি যখন সকাল করবেন, তখন সন্ধ্যার অপেক্ষা করবেন না। ব্যস, আজ এবং এই মুহূর্তের প্রতিই দৃষ্টি রাখুন।
গতকালের দিকে ফিরে তাকাবেন না। আর ভবিষ্যৎ- সে তো এখনও আসেইনি। আপনার জীবন কেবল আজই।
আজকের। সূর্য আপনি দেখতে পেয়েছেন। তাই মনে করুন শুধু আজই আপনি বেঁচে । থাকবেন। যেন আজই আপনার জন্ম হয়েছে, আজই আপনি মারা যাবেন।
তা হলে আপনার জীবন অতীতের ছায়া ও দুশ্চিন্তা এবং ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষা ও সম্ভাবনার মাঝে আটকে থাকবে না। আপনার সম্পূর্ণ চেষ্টা, মেধা, যোগ্যতা ও মনোযোগ আজকের জন্য নিয়োগ করুন।
আপনার আজকের নামায খুশু-খুযুর সাথে আদায় করুন। বোঝার চেষ্টা করে মনোযোগ সহকারে কুরআন তিলাওয়াত করুন। মন দিয়ে যিকির-আযকার করুন। লেনদেনে ভারসাম্যতা রক্ষা করুন। দিনের সময়কে ভাগ করে নিন।
প্রতিটি মিনিটকে এক-একটি বছর মনে করুন। সেকেন্ডকে মনে করুন মাসের সমান।
কল্যাণের বীজ বপন করুন। মানুষের প্রতি দয়া করুন। গুনাহ থেকে। তাওবা করুন। আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। (আখেরাতের সফরের জন্য। প্রস্তুতি গ্রহণ করুন। দেখবেন, এভাবে আপনার দিনটি হাসি-খুশি ও প্রফুল্লভাবে কেটে যাবে। আপনি উদ্বেগ-উৎকণ্ঠা ও বিষন্নতা থেকে মুক্ত থাকবেন।
কুরআনুলকারীমে আল্লাহ বলেন :
فَخُذْ مَا آتَيْتُكَ وَكُن مِّنَ الشَّاكِرِينَ
অতএব, আমি তোমাকে যা কিছু দান করলাম, তা গ্রহণ কর এবং কৃতজ্ঞ থাক।'
[সূরা আ'রাফ : ১৪৪]
হৃদয়ের মণিকোঠায় এ কথাটি লিখে রাখুন- ‘শুধু আজকের দিনটিই আমার।' কথাটি ঘর কিংবা অফিসেও লিখে রাখতে পারেন।
আজ যদি আপনি গরম ও সুস্বাদু খাবার পেয়ে যান, তা হলে গতকালের ঠান্ডা ও বাসি খাবার কিংবা আগামীকালের অনিশ্চিত খাবার নিয়ে পেরেশানী অর্থহীন।
আজকে যখন ঠান্ডা ও মিষ্টি পানি পান করতে পেরেছেন, তখন গতকালের লোনা পানি কিংবা আগামীকালের গরম ও নষ্ট পানির জন্য দুশ্চিন্তা করবেন কেন?
আপনি যদি দৃঢ় সংকল্প ও ইস্পাতকঠিন মনোবলের অধিকারী হয়ে থাকেন, তা হলে নিজেকে নিজে এই দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত করে নিন যে, ‘আমি শুধু আজকের দিনটিই জীবিত থাকব।'
তখন দেখবেন, আপনি আপনার দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে, আপনার যোগ্যতা বৃদ্ধি করতে এবং আপনার কাজ সামনে এগিয়ে নিতে ব্যয় করবেন।
তখন আপনি নিজেই বলবেন- “আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব। অন্যায়-অশ্লীল কথা থেকে বিরত থাকব। কাউকে গালি দিব না। কারও গীবত করব না।
আজ আমি আমার ঘর গুছাব। অফিস পরিপাটি করব। আসবাবপত্র অগুছালো ও এলোমেলো রাখব না। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখব। আজ আমি আমার শরীরের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হব। বাহ্যিক অবয়ব ও সৌন্দর্যের প্রতি মনোযোগী হব।
নিজের কথাবার্তা, চাল-চলন ও আচার-আচরণে ভারসাম্যতা রক্ষা করব। আজ আমার রবের আনুগত্য করব। নামায সহীহ তরীকায় আদায় করব। কুরআনে কারীম তিলাওয়াত করব। কিতাব পড়ব।
যেহেতু শুধু আজই বেঁচে থাকব, তাই আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করব। হিংসা-বিদ্বেষ, অহংকার-আত্মম্ভরিতা ও কু-ধারণা ইত্যাদিসহ যাবতীয় মন্দাচারের মূলোৎপাটন করব।
যেহেতু শুধু আজই আমার জীবন, তাই অন্যের উপকার করব। অন্যদের সঙ্গে ভালো আচরণ করব। অসুস্থদের সেবা-শুশ্রুষা করব। জানাযার সঙ্গে যাব। পথহারাদের পথ দেখাব। ক্ষুধার্তকে খাবার খাওয়াব। দুর্দশাগ্রস্তদের দুঃখ-দুর্দশা লাঘব করব। মজলুমের পাশে দাঁড়াব। দুর্বলকে সাহায্য করব। উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্তদের উদ্বেগ-উকণ্ঠা দুর করব। আলেমের সম্মান করব। অসহায়দের দয়া করব। বড়দের সম্মান করব।
শুধু আজই আমি বেঁচে থাকব। তাই, হে অতীত! তুমি তোমার সুর্যের ন্যায় ডুবে যাও। আমি তোমাকে নিয়ে কাঁদব না। ক্ষণকালের জন্যও তোমাকে স্মরণ করব না। কারণ, তুমি চলে গেছ। দূরে বহুদূরে। আর কোনোদিনও ফিরে আসবে না।
হে ভবিষ্যৎ! তুমি তো এখনও অদৃশ্যের জগতেই আছ। আমি আমার নিজে খেয়াল-খুশি ও কল্পনাবিলাসে অভ্যস্ত করব না। যা এখনও অস্তিত্বেই আসেনি আমি তার পিছনে পড়ব না। কেননা, কাল বলতে কোনো বস্তু নেই। তার তো এখনও অস্তিত্বই লাভ হয়নি।
হে মানুষ! ‘আজকের দিন' কথাটি সৌভাগ্যের অভিধানে সবচেয়ে উৎকৃষ্ট কথা। যে এটি মনে রাখতে পারে, সে-ই জীবনের সুখ-শান্তি ও আনন্দে পরিপূর্ণ থাকতে পারে।
ইউটিউবে দেখুন :
লেখক : ড. আয়েয আল ক্বরনী, সৌদিআরব