দাবানল শিল্পীগোষ্ঠি‘র শিল্পী জুবায়ের বকতিয়ারের কন্ঠে প্রার্থনামূলক সংগীত “গভীর রাতে” লিরিক ও এমপিথ্রী
দাবানল শিল্পীগোষ্ঠি‘র শিল্পী জুবায়ের বকতিয়ারের কন্ঠে প্রার্থনামূলক সংগীত “গভীর রাতে” লিরিক ও এমপিথ্রী
গানের কথা, সূর ও শিল্পী : জুবায়ের বকতিয়ার
নির্দেশনা : কাউছার আহমদ সুহাইল
পরিবেশনা : দাবানল শিল্পীগোষ্ঠি
লিরিক:
গভীর রাতে কোরান হাতে করছি তোমার বানী পাঠ
নেকের ফসল দিয়ে পূর্ণ করে দাও আমার দিলের ফাঁকা মাঠ।।
যেনে না যেনে প্রকাশে গোপনে করেছি শত শত পাপ
তার-ই তরে প্রভু তোমার-ই কভু হয়নি আমার অনুতাপ।।
দাও হেদায়াত দাও
দাও বদলে দাও।।
পাপে ভরা জীবনের পেচানো মলাট
নেকের ফসল দিয়ে পূর্ণ করে দাও আমার দিলের ফাঁকা মাঠ।।
চলতে যেনো পারি পথে শুধু তোমার-ই করোগো কবুল আমাকে
সকাল দুপুর সাঝে হাজারো কাজের মাঝে ভুলিনা যেনো তোমাকে।।
তোমার তো দয়া অসীম
দাও সীরাতে মুস্তাকীম।।
পূণ্যে সাজাও ওগো আমার এ ললাট
নেকের ফসল দিয়ে পূর্ণ করে দাও আমার দিলের ফাঁকা মাঠ