শ্রমিক দিবসে প্রকাশিত কলরবের নতুন গান “পাওনা মিটিয়ে দাও” ২০১৯ লিরিক ও এমপিথ্রী ডাউনলোড

শ্রমিক দিবসে প্রকাশিত কলরবের নতুন গান “পাওনা মিটিয়ে দাও” ২০১৯ লিরিক ও এমপিথ্রী ডাউনলোড


সংগীত : পাওনা মিটিয়ে দাও
গানের কথা :  জাফর আহমদ রবি
সূরকার :  মোহাম্মদ বদিউজ্জামান
শিল্পীবৃন্দ : মোহাম্মদ বদিউজ্জামান, আরিফ আরিয়ান, মাহফুজুল আলম, আবির হাসান, ইমরানুল ফারহান এবং সালমান সাদী।
প্রকাশন: হলি টিউন


লিরিক

ঘাম শুকাবার আগে পাওনা মিটিয়ে 
দাও শ্রমিকের অধিকার
অবহেলা করে নয় পরম যত্নে তার
বুঝিয়ে দাও রোজগার।

যদি কৃষক বাঁচে, যদি শ্রমিক বাঁচে
বাঁচবে বাংলাদেশ, বাঁচাও বাংলাদেশ
কৃষক বাঁচাও, শ্রমিক বাঁচাও 
মমতার হাত দুটি বাড়িয়ে দাও।

কাঠ ফাটা রোদে তারা রক্ত পানি করে
মাথার ঘাম ফেলে মাটিতে
মুঠোমুঠো স্বপ্ন নকসি কাথার মাঠে
উষ্ণ জল জমে চোখেতে
শীতল মাটির বুকে রাত্রির অভিলাষে
তারাইতো জীবনের নেয় সুখ
জীবনের দাম কম বুঝে হয়তোবা
গ্রোগ্রাসে গিলে সব দুঃখ।

মুক্ত বাতাসে ওরা দেয় ছড়িয়ে
কোমল নিঃশ্বাসের শান্তি
কর্মের উচ্ছাসে দেয় ভুলিয়ে
দুঃসহ যাতনার ক্লান্তি।
গানের সূরে সূরে, প্রাণের কুসুম কলি
ফোটায় মধুর মায়াতে
বর্ষায় ধুয়ে যাওয়া স্বচ্ছ চোখ বুজে 
কৃষক হাসির ছোঁয়াতে।

ইউটিউবে দেখুন ও শুনুন



এমপিথ্রী ডাউনলোড করুন


টেগ : কলরব ২০১৮, কলরব ডাউনলোড, কলরব ২০১৯, কলরব mp3, কলরব লিরিক্স, কলরব শিল্পীগোষ্ঠী, কলরব, কলরব গজল, কলরব ২০১৯, কলরব new


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url