ঈমানই জীবন

ঈমানই জীবন
ড. আয়েয আল করনী

প্রকৃত হতভাগা সে, যে ঈমানের নুর থেকে বঞ্চিত; যার কাছে বিশ্বাসের সম্পদ নেই সে সবসময়ই ব্যর্থতা লাঞ্ছনা ও অপদস্থতা শিকার হবে
وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى
আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকুচিত।’  [ সূরা ত্ব-হা -১২৪]
আত্মাকে পবিত্র করার, উদ্বিগ্নতা ও দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হচ্ছে সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখা প্রকৃতপক্ষে ঈমান ছাড়া জীবনের কোন স্বাদ নেই। অধার্মিক-যারা ঈমানের নূর থেকে বঞ্চিত, তারা তাদের জীবনের বোঝা, শৃংখল ও অন্ধকার থেকে মুক্তির কোনো পথই দেখতে পায় না ঈমান হীন জীবন হতভাগা জীবন
وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُواْ بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
আমি তাদের মনোভাবের তেমনি পরিবর্তন করে দিব, যেমনি তারা এর প্রতি প্রথমবার ঈমান আনেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দিব।’ [সূরা আনআম -১১০]
আপনার ঈমান যত বেশি মজবুত কিংবা দুর্বল হবে, সে অনুপাতে আপনার সুখ-শান্তি ও সৌভাগ্য লাভ হবে
مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُواْ يَعْمَلُونَ
যে কোন ঈমানদার নর-নারী নেক আমল করবে, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব।’  [সূরা নাহল- ৯৭]
‘পবিত্র জীবন’ এর অর্থ এছাড়া আর কি হতে পারে যে, তাদের অন্তরে থাকবে সৌম্যতা হৃদয়-মন থাকবে সর্বদা আল্লাহর মহব্বতে পরিপূর্ণ ।অন্তর হবে বক্রতামুক্ত। বিপদ-পদে স্নায়ু থাকবে শান্ত। তাকদীরের ফায়সালার উপর থাকবে সম্পূর্ণ সন্তুষ্টচিত্ত। কারণ, তারা আল্লাহকে রব হিসেবে ইসলামকে দ্বীন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূল হিসেবে মেনে নিয়েছে

ইউটিউবে দেখুন : 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url