আল্লাহর কোন অংশীদার নেই | আল্ কুরআনের বিষয় ভিত্তিক আয়াত

আল্লাহর কোন অংশীদার নেই | আল্ কুরআনের বিষয় ভিত্তিক আয়াত

সূরা বাকারা, ২: ১১৬

সূরা/আয়াত
আয়াত / অনুবাদ
২: ১১৬
كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ وَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَن تُحِبُّواْ شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللّهُ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
২: ১১৬
আর তারা  বলে, আল্লাহ্ সন্তান গ্রহণ করেছেন। তিনি পবিত্র, মহান। বরং আসমান ও যমীনে যা কিছু আছে, তা তাঁরই। সব কিছু তাঁরই একান্ত অনুগত
[ সুরা বাকারা ২:২১৬ ]

সূরা নিসা, ৪: ৩৬, ৪৮, ১১৬

সূরা/আয়াত
আয়াত / অনুবাদ
৪:৩৬
………وَاعْبُدُواْ اللّهَ وَلاَ تُشْرِكُواْ بِهِ شَيْئًا
৪:৩৬
আর তোমরা ইবাদত কর আল্লাহর এবং শরীক করো না তাঁর সঙ্গে কোন কিছু।……[ সুরা নিসা ৪:৩৬ ]
৪:৪৮
إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاء وَمَن يُشْرِكْ بِاللّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا
৪:৪৮
নিশ্চযই আল্লাহ্ ক্ষমা করেন না তাঁন সঙ্গে শরীক (অংশীদার) করাকে। আর তিনি ক্ষমা করেন তা ছাড়া অন্য পাপ, যাকে ইচ্ছা করেন। যে কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, সে তো মহাপাপ করে। [ সুরা নিসা ৪:৪৮]
৪:১১৬
إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاء وَمَن يُشْرِكْ بِاللّهِ فَقَدْ ضَلَّ ضَلاَلاً بَعِيدًا
৪:১১৬
নিশ্চযই আল্লাহ্ ক্ষমা করেন না তাঁন সঙ্গে শরীক (অংশীদার) করাকে।  আর তিনি ক্ষমা করেন তা ছাড়া অন্য পাপ, যাকে ইচ্ছা করেন। যে কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, সে তো পথভ্রষ্ট হয়েছে চরমভাবে। [ সুরা নিসা ৪:১১৬ ]

সূরা মায়িদা, ৫: ১৭, ৭২, ৭৩

সূরা/আয়াত
আয়াত / অনুবাদ
৫:১৭
لَّقَدْ كَفَرَ الَّذِينَ قَآلُواْ إِنَّ اللّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ قُلْ فَمَن يَمْلِكُ مِنَ اللّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَن يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَن فِي الأَرْضِ جَمِيعًا وَلِلّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاء وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
৫:১৭
নিশচয় তারা কুফুরী করেছে যারা বলে, ‘মারয়ামের পুত্র মাসীহই আল্লাহ্বলুন- যদি আল্লাহ ইচ্ছা করেন যে, তিনি ধ্বংস করবেন মারয়ামের পুত্র মাসীহ্, তার মাতা এবং যারা পৃথিবীতে আছে সবাইকে, তবে কে আছে, যে তাদেরকে আল্লাহ থেকে এতটুকু রক্ষা করতে পারে? …… [ সুরা মায়েদা ৫:১৭ ]
৫:৭২
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُواْ إِنَّ اللّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُواْ اللّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَن يُشْرِكْ بِاللّهِ فَقَدْ حَرَّمَ اللّهُ عَلَيهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
৫:৭২
অবশ্যই কুফুরী করেছে, যারা বলে মারয়ামের পুত্র মাসীহই আল্লাহ্; অথচ মাসীহ্ বলেছেনঃ হে বনী ইসরাঈল! তোমরা ইবাদত কর আল্লাহর, যিনি আমার এবং তোমাদের প্রতিপালক। নিশ্চয় কেউ আল্লাহর শরীক করলে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন।আর তার ঠিকানা হবে জাহান্নাম। আর যালিমদের কোন সাহায্যকারী নেই [ সুরা মায়েদা ৫:৭২ ]
৫:৭৩
لَّقَدْ كَفَرَ الَّذِينَ قَالُواْ إِنَّ اللّهَ ثَالِثُ ثَلاَثَةٍ وَمَا مِنْ إِلَـهٍ إِلاَّ إِلَـهٌ وَاحِدٌ
৫:৭৩
নিশ্চয় তারা কুফরী করেছে, যারা বলেঃ আল্লাহ্তো তিনের তৃতীয়। অথচ কোন ইলাহ্ (উপাস্য) নেই এক ইলাহ্ (উপাস্য) ছাড় ……

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url