রিসালাত | আল্ কুরআনের বিষয় ভিত্তিক আয়াত

রিসালাত

সূরা/আয়াত
আয়াত / অনুবাদ
১৬: ৩৬

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولاً أَنِ اعْبُدُواْ اللّهَ وَاجْتَنِبُواْ الطَّاغُوتَ فَمِنْهُم مَّنْ هَدَى اللّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلالَةُ فَسِيرُواْ فِي الأَرْضِ فَانظُرُواْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
১৬: ৩৬
আমি সকল উম্মতের কাছে একজন করে রাসূল পাঠিয়েছি এবং তাঁর মাধ্যমে সতর্ক করে দিয়েছি যে, আল্লাহর বন্দেগি কর এবং তাগুতের বন্দেগি থেকে দূরে থাক এরপর তাদের মাঝে কাউকে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং কারো উপর ভ্রষ্টতা চেপে বসেছেকাজেই পৃথিবীতে একটু ভ্রমন করে দেখে  নাও, মিথ্যা আরোপকারীদের কী ফলাফল হয়েছে  
[ সুরা নাহল ১৬:৩৬ ]
৪৮: ২৮
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَكَفَى بِاللَّهِ شَهِيدًا
৪৮: ২৮
তিনিই ঐ সত্তা, যিনি তাঁর রাসূলকে হেদায়াত (সফলতার সঠিক নির্দেশনা)  ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, যাতে (রাসূল) ঐ দ্বীনকে অন্য সকল দ্বীনের উপর প্রতিষ্ঠিত করেন আর এ বিষয়ে আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট  
[ সুরা ফাতাহ ৪৮:২৮ ]
: ১৪৪

وَمَا مُحَمَّدٌ إِلاَّ رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىَ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللّهَ شَيْئًا وَسَيَجْزِي اللّهُ الشَّاكِرِينَ
: ১৪৪
মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নন। তাঁর আগে আরো বহু রাসূল গত হয়েছেতিনি যদি মারা যান বা নিহিত হন তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে?  মনে রেখ যারা উল্টো দিকে ফিরে যাবে, তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। অবশ্য যারা আল্লাহর শোকর গুজার বান্দাহ্ হয়ে থাকবে, তাদের তিনি এর বদলা দেবেন।  
[সূরা আলে ইমরান-: ১৪৪]
৩৪: ২৮
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
 ৩৪: ২৮
(হে নবী! ) আমি আপনাকে গোটা মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। কিন্তু বেশিরভাগ লোকই তা জানে না।
 [ সুরা সাবা ৩৪:২৮ ]


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url