আল্লাহর পরিচয় (২) | আল্ কুরআনের বিষয় ভিত্তিক আয়াত
আল্লাহর পরিচয় | আল্ কুরআনের বিষয় ভিত্তিক আয়াত
সূরা/আয়াত
|
আয়াত / অনুবাদ
|
১৪:৩২
|
اللّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَأَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ وَسَخَّرَ لَكُمُ الأَنْهَارَ
|
১৪:৩২
|
তিনি আল্লাহ, যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন এবং যিান পানি বর্ষণ করেন আসমান থেকে, ফলে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেণ এবং আর তিনি তোমাদের কল্যানে নিযোজিত করে দিয়েছেন নৌযানকে যাতে তাঁর আদেশে তা সমুদ্রে বিচরণ করে; এবং তিনি কল্যানে নিয়োজিত করেছেন তোমাদের জন্য নদ-নদীকে । [ সুরা ইবরাহীম ১৪:৩২ ]
|
১৪:৩৩
|
وَسَخَّر لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآئِبَينَ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ
|
১৪:৩৩
|
আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেনে সূর্য ও চন্দ্রকে, যারা অবিরাম নিয়মানুবর্তী এবং তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেনে রাত ও দিনকে । [ সুরা ইবরাহীম ১৪:৩৩ ]
|
১৪:৩৪
|
وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ وَإِن تَعُدُّواْ نِعْمَتَ اللّهِ لاَ تُحْصُوهَا إِنَّ الإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
|
১৪:৩৪
|
আর তিনি তোমাদের দিয়েছেন, তোমরা যা কিছু তাঁর কাছে চেয়েছ, তা থেকে। যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা কর, তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। [ সুরা ইবরাহীম ১৪:৩৪ ]
|
২০:৮
|
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى
|
২০:৮
|
আল্লাহ্, তিনি ছাড়া কোন ইলাহ (উপাস্য) নেই। তাঁর রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। [ সুরা ত্বা-হা ২০:৮ ]
|
২৪:৩৫
|
اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِن شَجَرَةٍ مُّبَارَكَةٍ زَيْتُونِةٍ لَّا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ نُّورٌ عَلَى نُورٍ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَن يَشَاء وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
|
২৪:৩৫
| আল্লাহ্ আসমান সমূহ ও যমীনের জ্যোতি, তাঁর জ্যোতির উপমা যেন একটি দীপাধার, যার মাঝে আছে এক প্রদীপ, প্রদীপটি একটি কাঁচের আবরণের মাঝে স্থাপিত, কাঁচের আবরণটি উজ্জল নক্ষত্রের মত, তা প্রজ্জলিত করা হয় পূত-পবিত্র যায়তুন তৈল দিয়ে, যা প্রচ্যের ও নয় পাশ্চাত্যেরও নয়, অগ্নি তাকে স্পর্শ না করলেও যেন তার তৈল উজ্জল আলো দিচ্ছে; জ্যোতির উপর জ্যোতি! আল্লাহ্ যাকে চান তাঁর জ্যোতির দিকে পথ দেখান। আর আল্লাহ্ উপমা দেন মানুষের জন্য এবং আল্লাহ্ সর্ববিষয়ে সর্বজ্ঞ। [ সুরা নুর ২৪:৩৫ ] |