কুরআনের পরিচয়, নাযিলের কারণ, উদ্দেশ্য ও আলোচ্য বিষয়
কুরআনের পরিচয়, নাযিলের কারণ, উদ্দেশ্য ও আলোচ্য বিষয়
কুরআনের পরিচয়
কুরআন আল্লাহর পাঠানো ঐ কিতাবকে বলে, যা তিনি শেষ নবী হযরত মুহাম্মাদ (সঃ)- এর উপর দীর্ঘ তেইশ বছর ব্যাপী বিভিন্ন সময়ে, প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নাযিল করেছিলেন।
ভাষা এবং ভাব উভয় দিক থেকেই কুরআন আল্লাহর কিতাব বা ঐশিগ্রন্থ। অর্থাৎ কোরআনের ভাব (অর্থ) যেমন আল্লাহ্র পক্ষ হতে প্রেরিত তেমনি তাঁর ভাষাও।
কুরআন নাযিলের কারণ
নিষিদ্ধ গাছের ফলখাওয়ার পর আদম (আঃ) ও হাওয়া (আঃ) কে জান্নাত হতে দুনিয়ায় পাঠানোর প্রারম্ভে আল্লাহ বলে দিয়েছিলেন যে,
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٣٨﴾ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَـٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
“তোমরা সকলে এখান থেকে নেমে যাও। অতঃপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে জীবন বিধান যেতে থাকবে। যারা আমার দেয়া জীবন বিধান অনুযায়ী চলবে, তাঁদের জন্য ভয় ও চিন্তার কোন কারন থাকবেনা। (অর্থাৎ দুনিয়ার জীবন শেষে তাঁরা পুনরায় অনন্ত সুখের এ বেহেশতেই ফিরে আসবেই)। আর যারা তা অমান্য করে আমার নিদর্শন সমুহকে মিথ্যা মনে করবে, তাঁরা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তাঁরা চিরকাল থাকবে”। [সূরা বাকারা-আয়াত ৩৮-৩৯]
আল্লাহ্ তায়ালার উক্ত ঘোষণা অনুযায়ী যুগে যুগে আদম সন্তানদের নিকট আল্লাহ্র পক্ষ থেকে হেদায়েত বা জীবন নির্দেশনা এসেছে। এই জীবন নির্দেশনার অন্য নামই কিতাবুল্লাহ। যখনই কোন মানবগোষ্ঠী আল্লাহ্র পথকে রেখে নিজেদের মনঃপূত ভ্রান্ত পথে চলতে থাকে, তখনই আল্লাহর ওহি বা কিতার নাযিল করে আল্লাহ্ মানুষকে সঠিক পথের ঠিকানা দিয়ে থাকেন।
কিতাব অবতীর্ণের ব্যাপারে আল্লাহ্ তায়ালার নিত্য নীতি এই যে, যখন তিনি কোন জাতি বা গোত্রের জন্য কিতাব অবতীর্ণের আবশ্যকতা অনুধাবন করেন, তখনই সেই জাতি বা গোত্রের মধ্য থেকে মানবীয় গুনের ধারক সর্বোৎকৃষ্ট লোকটিকে পয়গাম্বর বা বার্তাবাহক হিসেবে নির্বাচন করে নেন, অতঃপর ওয়াহীর মাধ্যমে তাঁর উপর কিতাব অবতীর্ণ করে থাকেন।
মানুষ সৃষ্টির শুরু থেকেই দুনিয়ায় যেমন অনেক সংখ্যক নবী-রাসুল এসেছেন, তেমনি তাঁদের উপরে অবতরণকৃত কিতাবের সংখ্যাও অগণিত। নবীদের মধ্যে হযরত মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তাঁর উপরে নাযিলকৃত কিতাব কুরআনও আল্লাহ্র সর্বশেষ কিতাব। অতঃপর দুনিয়ায় আর কোন নতুন নবী আসবে না এবং কোন কিতাবও নাযিল হবে না।
কুরআনের উদ্দেশ্য ও আলোচ্য বিষয়
কোরআনের উদ্দেশ্য হল মানব জাতিকে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার দিকে পথ দেখানো, যাতে দুনিয়ায় নিজের জীবনকে সুখসমৃদ্ধিময় করতে পারে এবং পরকালেও শান্তিময় জীবনের অর্জন করতে পারে।
কুরআনের আলোচ্য বিষয় হল, মানবমন্ডলী বা । কেননা মানুষের বাস্তবিক কল্যাণ ও অকল্যাণের সঠিক পরিচয়ই কুরআনে প্রদান করা হয়েছে করা হয়েছে।