আল্লাহর পরিচয় (৩) | আল্ কুরআনের বিষয় ভিত্তিক আয়াত
আল্লাহর পরিচয়
সূরা রূম, ৩০: ১১,৪০,৪৮,৫৪
সূরা/আয়াত
|
বাংলা অনুবাদ
|
সূরা/আয়াত
|
আয়াত
|
৩০: ১১
|
আল্লাহ আদিতে (প্রথমবার) সৃষ্টি করেন, তারপর তিনি পুনরাবৃত্তি করবেন। অতঃপর তাঁরই কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। [ সুরা রূম ৩০:১১ ]
|
৩০: ১১
| اللَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ |
৩০: ৪০
|
আল্লাহ তিনি, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের রিযক দিয়েছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন, তারপর তিনি তোমাদের জীবিত করবেন। তোমাদের উপাস্যদের মধ্যে এমন কেউ আছে কি, যে এ সবের কোন একটিও করতে পারে? তারা যে শিরক করে, তা থেকে আল্লাহ অতি পবিত্র, অতি মহান। [ সুরা রূম ৩০:৪০]
|
৩০: ৪০
| اللَّهُ الَّذِي خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ هَلْ مِن شُرَكَائِكُم مَّن يَفْعَلُ مِن ذَلِكُم مِّن شَيْءٍ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ |
৩০: ৪৮
|
আল্লাহ তিনি, যিনি বায়ু প্রেরণ করেন, ফলে তা মেঘমালা সঞ্চালিত করে; তারপর তিনি তাকে মেন ইচ্ছা আকাশে ছগিয়ে দেন এবং তাকে খন্ড-বিখন্ড করেন; সুতারাং তুমি দেখতে পাও, তা থেকে বারিধারা নির্গত হয়। এরপর যখন তিনি তাঁর বান্দাদের মাঝে যাদের কাছে চান, তা পৌছে দেন, তখন তারা আনন্দিত হয়। [সূরা রূম ৩০: ৪৮]
|
৩০: ৪৮
| اللَّهُ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ فَتُثِيرُ سَحَابًا فَيَبْسُطُهُ فِي السَّمَاء كَيْفَ يَشَاء وَيَجْعَلُهُ كِسَفًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلَالِهِ فَإِذَا أَصَابَ بِهِ مَن يَشَاء مِنْ عِبَادِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ |
৩০: ৫৪
|
আল্লাহ্ তিনি, যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, তারপর দুর্বলতার পরে তিনি শক্তি দান করেন, অতঃপর শক্তিদান করার পরে দেন দূর্বলতা ও বার্ধক্য। তিনি সৃষ্টি করেন যা কিছু তিনি ইচ্ছা করেন, আর তিনিই সর্বজ্ঞ, সর্বশক্তিমান।[সূরা রূম ৩০: ৫৪]
|
৩০: ৫৪
| اللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاء وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ |