মহানবী (সা.)-এর সম্মানিতা মাতা ও দাদা আবদুল মুত্তালিবের ইন্তেকাল

মহানবী (সা.)-এর সম্মানিতা মাতার ইন্তেকাল

যখন মহানবী (সা.) এর বয়স চার বা ছয়, তখন মদীনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে তার সম্মানীতা মাতা দুনিয়া ইন্তেকাল করেন। পিতার ছায়াতো পূর্বেই উঠে গিয়েছিল।
মায়ের মমতার কোলও আজ শুন্য গেল।  কিন্তু এ এতিম শিশুটি যে রহমতের কোলে লালন-পালন হওয়ার অপেক্ষায় ছিল, তিনি তো এ সকল কারণসমূহের মুহতাজ নন।

মহানবী (সা.) দাদা আবদুল মুত্তালিবের ইন্তেকাল

পিতা-মাতার পর মহানবী (সা.) তার দাদা আবদুল মুত্তালিব এর আশ্রয় ছিলেন। তিনি ইয়াতিম শিশুপুত্র মুহাম্মদ (সা.) এর পূর্ণ আন্তিরিক ছিলেন।  কিন্তু আল্লাহ তা’আলার ইচ্ছা ছিল যে, এ নবজাতক শুধু তাঁর রহমতেই লালিত পালিত হবে। সমস্ত কার্য  কারণের কারক যিনি (আল্লাহ) তিনিই স্বয়ং লালন-পালনের জিম্মাদার হলেন।  যখন মহানবীর বয়স আট বছর দুই মাস দশ দিন, হল তখন আব্দুল মুত্তালিবও পরলোকে পাড়ি জমালেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url