আল্ কোরআনের বিষয় ভিত্তিক আয়াত । তাওহিদ বা একাত্তবাদ
আল্ কোরআনের বিষয় ভিত্তিক আয়াত । তাওহিদ বা একাত্তবাদ
তাওহিদ বা একাত্তবাদ
সূরা বাকারা ২ঃ ১৬৩, ২২৫১৬৩. আর তোমাদের উপাস্য এক উপাস্য। তিনি ছাড়া কোন উপাস্য নেই। তিনি পরম দয়াময়, অতি দয়ালু।২২৫. আল্লাহ্ তিনি ছাড়া কোন উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, তিনি আপন সত্তায় প্রতিষ্ঠিত, সর্বসত্তার ধারক। সূরা আলে ইমরান, ৩ঃ ২, ৬, ১৮২. মহান আল্লাহ তা‘আলা, তিনি ছাড়া কোন মাবুদ নেই। তিনি চিরঞ্জিব, চিরস্থায়ী।৬. তিনিই মাতৃগর্ভে তোমাদের আকৃতি গঠন করেন, যেভাবে তিনি ইচ্ছা করেন। তিনি ছাড়া কোন মাবুদ নেই। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ১৮. আল্লাহ সাক্ষ্য দেন যে, তিনি ছাড়া কোন ইলাহ নেই, আর ফেরিশতারা এবং জ্ঞানীরাও; তিনি ন্যায়-নিষ্ঠায় প্রতিষ্ঠত। তিনি ছাড়া কোন ইলাহ্ (মাবুদ ও উপাস্য) নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ৬২. ..... আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, নিশ্চয় আল্লাহ, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। | সূরা বাকারা ২ঃ ১৬৩, ২২৫وَإِلَـهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لاَّ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُلا يُؤَاخِذُ كُمُ اللّهُ بِاللَّغْوِ فِيَ أَيْمَانِكُمْ وَلَكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَاللّهُ غَفُورٌ حَلِيمٌ সূরা আলে ইমরান, ৩ঃ ২, ৬, ১৮
اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ
هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الأَرْحَامِ كَيْفَ يَشَاء لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
شَهِدَ اللّهُ أَنَّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ وَالْمَلاَئِكَةُ وَأُوْلُواْ الْعِلْمِ قَآئِمَاً بِالْقِسْطِ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
|
১৬৩
২২৫
২
৬
১৮
|