ঈমানই জীবন | চিন্তামুক্ত শান্তিময় জীবনের মূল কথা ঈমান
Photo Credit: pixabay.com |
ঈমানই জীবন | চিন্তামুক্ত শান্তিময় জীবনের মূল কথা ঈমান
প্রকৃত হতভাগা সে, যে ঈমানের নূর থেকে বঞ্চিত; যার কাছে বিশ্বাসের সম্পদ নেই। সে সব সময়ই ব্যর্থতা, লাঞ্চনা ও অপদস্থতার শিকার হবে।
‘আর যে আমার স্বরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন সংকুচিত।’ [সূরা ত্ব-হা-১২৪]
আত্মাকে পবিত্র করার, উদ্বিগ্নতা ও দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হচ্ছে সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখা। প্রকৃতপক্ষে ঈমান ছাড়া জীবনের কোন স্বাদই নেই। মুলহিদ -যারা ঈমানের নূর থেকে বঞ্চিত, তারা তাদের জীবনের বোঝা, শৃঙ্খল ও অন্ধকার থেকে মুক্তির কোন পথই দেখতে পায়না ।
ঈমানহীন জীবন হতভাগা জীবন। ‘আমি তাদের মনোভাবের তেমনি পরিবর্তন করে দিব, যেমনি তারা িএর প্রতি প্রথমবার ঈমান আনেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে দিব। [সুরা আনআম -১১০]
‘ যে কোন ঈমানদার নর-নারী নেক আমল করবে, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। ‘ [ সূরা নাহল- ৯৭]
‘পবিত্র জীবন’ এর অর্থ এ ছাড়া আর কি হতে পারে যে, তাদের অন্তরে থাকবেসৌম্যতা। হৃদয়-মন থাকবে সর্বদা আল্লাহর মহব্বতে পরিপূর্ণ। অন্তর হবে বক্রতামুক্ত। বিপদ আপদে স্নায়ু থাকবে শান্ত । তাকদীরের ফায়সালার উপর থাকবে সম্পূর্ণ সন্তুষ্টচিত্ত। কারণ, আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে, এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রসূল হিসেবে মেনে নিয়েছে।