যে সব বিষয়ে ঈমান আনতে হবে । বিষয় ভিত্তিক হাদীস

যে সব বিষয়ে ঈমান আনতে হবে । বিষয় ভিত্তিক হাদীস 

হাদীসে জিব্রাইল

হযরত ওমর (রা) থেকে বর্ণিত। অপরিচিত (যিনি মুলত জিবরাইল (আঃ) ছিলেন এবং মানুষের রূপে রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে এসেছিলেন। রাসূল্লাহ (সা) কে জিজ্ঞেস করলেন, ঈমান কি জিনিস বলুন। 
তিনি বললেন, তুমি আল্লাহ তা‘য়ালাকে ও আখিরাতকে সত্য বলে জানবে ও সত্য বলে বিশ্বাস করবে, আর এটাও বিশ্বাস করবে যে, পৃথিবীতে যা কিছুই হবে, আল্লাহর পক্ষ থেকেই হবে, চাই তা ভালো হোক কিংবা মন্দ হোক। এটাই ঈমান। (মুসলিম)

ইহা একটি দীর্ঘ হাদীসের অংশ বিষেশ। এটি হাদীসে জিবরাইল নামে পরিচিত। একদিন হযরত জিবরাইল (আ ) মানুষের আকার ধারণ করে রাসূলুল্লাহ (সা) এর কাছে আগমন করলেন এবং ইসলাম, ঈমান ও ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং জানতে চাইলেন কিয়ামত কখন হবে। রাসূল্লাহ (সাঃ) প্রতিটি প্রশ্নের উত্তর দেন। এগুলোর মধ্য থেকে ঈমান সংক্রান্ত প্রশ্ন ও তার উত্তর এখানে উল্লেখ করা হয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url