মহানবী (সাঃ) এর বংশ পরিচয় | সিরাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

https://islamc-info.blogspot.com/2018/10/blog-post_4.html

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ দুনিয়াব্যাপি সকল বংশ থেকে উত্তম, পবিত্র ও সম্ভ্রান্ত। এটি এমন বাস্তব সত্য যে, তার চরম দুশমন ও মক্কার কাফেরকুল তা অস্বীকার করতে পারেনি। রোমের বাদশার সামনে হযরত আবু সুফিয়ান (রাযিঃ) কাফের থাকাবস্থায় তা স্বীকার করেছেন। অথচ তিনি তখন চেয়েছিলেন যে, যদি কোন সুযোগ-সুবিধা হয়ে যায়, তাহলে মহানবী (সাঃ) এর প্রতি দোষারোপ করবেন।

সম্মানিত পিতার পক্ষ থেকে মহানবী (সাঃ) এর বংশধারা 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাসিম ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কা’ব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফেহের ইবনে মালেক ইবনে নাযার ইবনে কেনানাহ্ ইবনে খুযযাইমাহ ইবনে মুদরিকা ইবনে ইলিয়াছ ইবনে মুযার ইবনে নিযার ইবনে মা’আদ ইবনে আদনান ।
এই পর্যন্ত বংশধারা উম্মতের ৈঐক্যমতে  প্রমাণিত এবং এ  হতে আদম আলাইহিস সালাম পর্য ন্ত বংশ তালিকায় মতানৈক্য থাকায় তা এখানে উল্লেখ করা হয়নি।

সম্মানিত মাতার পক্ষ থেকে মহানবী (সাঃ) এর বংশধারা 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম েইবনে আমেনা বিনতে ওয়াহহাব ইবনে আবদে মানাফ ইবনে যুহরা ইবনে কিলাব। এ থেকে বুঝা যায় যে, কিলাব ইবনে মুররা পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার বংশ ধারার সাথে মাতার বংশধারা মিলে গিয়েছে।

উৎস : সীরাতে খাতামুল আম্বিয়া (মূল উর্দূ) সংকলন ও সম্পাদনা ইসলামিক-ইনফু
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url