বিশিুদ্ধ নিয়তের গুরুত্ব | বিষয় ভিত্তিক হাদীস
নিয়ত অনুযায়ী আমলের ফলাফল
হযরত ওমর বিন খাত্তাব (রা) থেকে বর্ণিত যে, রাসূল (সাঃ) বলেছেন, নিয়ত বা উদ্দেশ্যের হিসেবে সব কাজ নির্ভরশীল। মানুষ যা নিয়ত করে, তাই পায়। যেমন, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও রাসুলের জন্য গন্য হবে। আর যে ব্যক্তি দুনিয়ার কোন স্বার্থ হাসিল কিংবা কোন মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত ধর্তব্য হবে দুনিয়ার জন্য কিংবা সংশ্লিষ্ট নারীর জন্য কৃত হিজরত হিসাবে। (বোখারী, মুসলিম)
মুলকথা:
রাসূল (সা) এর এ হাদীসের মর্ম হলো, যে কোন সৎ কাজই করা হোক না কেন, তা কোন নিয়তে চেতনা থেকে হয়েছে, তার উপরই এর প্রতিদান নির্ধারিত হবে। তাই আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যে করা প্রয়োজন। এতে দুটি লাভ; এ কাজের দুনিয়াবী ফলাফল যা তাতো পাওয়াই যাবে এবং এর বিনিময় আল্লাহর সন্তোষ ও পরকালীন কল্যানও লাভ হবে।