মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে প্রকাশিত বারাকাত সমুহ | সিরাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে প্রকাশিত বারাকাত সমুহ :
https://islamc-info.blogspot.com/2018/10/blog-post_55.htmlযেভাবে সূর্যদয়ের পূর্বে সুবহে সাদিকের বিশ্বব্যাপি আলো প্রান্তের লালিমা পৃথিবীকে সূর্যদয়ের সুসংবাদ দেয়, ঠিক তেমনি নবুওয়তের সূর্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদয় হওয়ার সময় যখন ঘনিয়ে এল , তখন পৃথিবীর চার পার্শ্বে এমন অনেক ঘটনা সমুহ প্রকাশ পেতে লাগল, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের বার্তা বহন করছিল। 
হাদীস তত্ববিদ ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে ইরহাসাত আ ভিত্তিসমুহ বলে। (যেহেতু এ ধরণের অলৌকিক বিষয়গুলি নবুওয়তের পূর্বাভাস ও লক্ষণ বিশেষ, তাই এসকল বিষয়গুলিকে ইরহাসাত বা ভিত্তি সমূহ বলে।)
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিতা মাতা বিবি আমিনা থেকে বর্ণিত আছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর মাতার গর্ভে স্থিতিশীল হলেন, স্বপ্নযোগে তাকে সুসংবাদ দেয়া হল যে, যে সন্তানটি তোমার গর্ভে রয়েছে তিনি উম্মতের দলপতি। তিনি যখন ভূমিষ্ট হবেন তখন তুমি এই দোয়া কর: আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে অর্পন করলাম েএবং তাার নাম রেখ মুহাম্মদ (সাঃ)।
বিবি আমিনা আরো বর্ণনা করেন, আমি কোন মহিলাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি হালকা পাতলা  ও সহয গর্ভধারণ করতে দেখিনি। অর্থাৎ গর্ভাবস্তায় সাধারণ মহিলাদের যে বমি বমি ভাব বা অলসতা ইত্যাদি হয়, এসব কিছুই আমার হয়নি। এছাড়া আরো বহু ঘটনা হয়েছে, যা এ সংক্ষিপ্ত পরিসরে বর্ণনার সুযোগ নেই। 
উৎস : সীরাতে খাতামুল আম্বিয়া (মূল উর্দূ) সংকলন ও সম্পাদনা ইসলামিক-ইনফু
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url