আল্লাহর পরিচয় (১) | আল কোরআনের বিষয় ভিত্তিক আয়াত
আল্লাহর পরিচয় | আল কোরআনের বিষয় ভিত্তিক আয়াত
সূরা/আয়াত
|
আয়াত / অনুবাদ
|
২:২৫৫
|
اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي
الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
|
২:২৫৫
|
আল্লাহ ব্যতিত কোন বন্দনীয় নেই, তিনি জীবন্ত, সকলকিছুর অধিকারী। তাঁকে ঝিমুনি ছুঁতে পারে না এবং নিদ্রাও নয়। আকাশ ও ভূমিতে যা কিছু আছে, সবই তাঁরই। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর সম্মতি ছাড়া? দৃষ্টির সামনে অথবা পিছনে যা কিছু রয়েছে সে সকল তিনি জানেন। তাঁর জ্ঞানপরিধি থেকে তারা কোন কিছুকেই লুকাতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর রাজাসন সমস্ত আকাশ ও ভূমিকে ঘিরে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে দুরূহ নয়। তিনিই সবার উপর এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী মহান। [সূরা বাকারা-২৫৫]
|
সূরা রাদ-২
|
اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ لَيَجْمَعَنَّكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لاَ رَيْبَ فِيهِ وَمَنْ أَصْدَقُ مِنَ اللّهِ حَدِيثًا
|
সূরা রাদ-২
|
আল্লাহ্ তিনি ছাড়া কোন ইলাহ নেই । তিনি কিয়ামতের দিন তোমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেনই, এতে কোন সংশয় নেই। কথায় আল্লাহর চেয়ে কে অধিক সত্যবাদী হতে পারে ??
[ সূরা রাদ-2] |
اللّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لأَجَلٍ مُّسَمًّى يُدَبِّرُ الأَمْرَ يُفَصِّلُ الآيَاتِ لَعَلَّكُم بِلِقَاء رَبِّكُمْ تُوقِنُونَ
| |
আল্লাহ তিনি, যিনি সুউচ্চে স্থাপন করেছেন আকাশগুলিকে কোন খুটি ছাড়া যা তোমরা অবলোকন করছ। তারপর তিনি আসীন হলেন আরশে এবং নিয়মের অধীন করলেন সূর্য ও চাঁদকে, প্রত্যেকেই পরিভ্রমণ করে নির্দিষ্ট সময় পর্যন্ত। তিনি নিয়ন্ত্রণ করেন সকল কিছুকে, তিনি সবিস্তারে বর্ণনা করেন নিদর্শনসমুহ, যাতে তোমরা তোমাদের রবের সাথে মোলাকাত সম্পর্কে নিশ্চিতভাবে বিশ্বাস করতে পার।
|