দান করার সুফল | হাদীসের গল্প

দান করার সুফল | হাদীসের গল্প

হযরত রসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন ; এক ব্যক্তি কোন এক ঘন বনে ভ্রমণ করছিল। হঠাৎ সে এক মেঘমালা হতে অদৃশ্য শব্দ শুনতে পেল অমুকের বাগিচায় পানি দাও। 
এই আওয়াজের সাথে সাথে মেঘমালা বাগানের উপর এসে পৌঁছল। অনেক বৃষ্টিপাতে বাগান ভরে গেল। পানির স্রোত একটি নালা দিয়ে বয়ে চলল। ঐ লোকটি পানির স্রোত লক্ষ্য করে চলতে শুরু করল। 
কিছুদূর সামনে গিয়ে দেখল, একজন লোক কোদাল দ্বারা ক্ষেতের বাধ বেঁধে ঐ পানি তার বাগানে আটকাচ্ছে। 
লোকটি বাগানের মালিককে জিজ্ঞেস করল, ‘ভাই আপনার নাম কি? বাগানের মালিক সেই নামই বলল-যা সে মেঘমালায়  শুনেছিল। অতঃপর বাগানের মালিক লোকটিকে জিজ্ঞেস করল, ‘ভাই! আপনি আমার নাম জিজ্ঞেস করলেন কেন?‘ লোকটি বলল, যে মেঘমালার এই পানি তার মধ্য হতে একটি আওয়াজ শুনেছি, আপনার নাম নিয়ে বলা হয়েছে : ‘অমুকের বাগানে পানি দাও।
‘আচ্ছা, আপনি বলুন তো, আপনি কি আমল করেন? আপনি কি করে আল্লাহর এত প্রিয় হলেন? বাগানের মালিক বলল, ‘এটি তো বলার কথা নয়। কারণ, আল্লাহর জন্য যা করা হয় তা অপরকে বলা ভাল নয়। শুধু আপনার অনুরোধ রক্ষার্থে বলছি-এই বাগানে যাকিছু ফসল উৎপন্ন হয়, তা তিন ভাগ করে এক ভাগ আল্লাহর পথে দান করি, এক ভাগ নিজের পরিবারের জন্য ব্যায় করি, আর এক ভাগ বাগানের উন্নতির জন্য ব্যায় করি।

উপদেশ :আল্লাহ্ পাকের কী রহমত! যে ভালভাবে আল্লাহর হুকুম মান্য করবে, তার যাবতীয় কাজ আল্লাহ্ অদৃশ্য হতে সাহায্য করে এমন সুন্দররূপে সমাধা করে দেন যে, সে জানিতেও পারে না। উপরোক্ত ঘটনাটি এর জ্বলন্ত প্রমাণ। সত্যই বলা হয়েছে যে, যেআল্লাহর জন্য নিবেদিত হয় আল্লাহ্ও  তার জন্য সাহায্যকারী হয়ে যান।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url