হিংসা করা থেকে বিরত থাকুন | তারা কী আল্লাহ প্রদত্ত নেয়ামতের কারনে হিংসা করে?

হিংসা করা থেকে বিরত থাকুন | তারা কী আল্লাহ প্রদত্ত নেয়ামতের কারনে হিংসা করে?

হিংসা এমন এক এসিড, যা হাড্ডিকেও জ্বালিয়ে দেয়। হিংসা এক অতি প্রাচীন ব্যধি, যা দেহকে তিলে তিলে ক্ষয় করে ফেলে। 
হিংসুক জালিম হয়, কিন্তু নিজেকে মজলুম হিসাবে প্রকাশ করে। সে বন্ধুরূপী শত্র ‍ু। তাছাড়া হিংসা এমন এক বিষয় যা সকলের পূর্বে হিংসুককেই ধ্বংস করে । 
হিংসার কারনে আমরা অপুরণীয় ক্ষতির শিকার হই। দুশ্চিন্তা-পেরেশোনী আমাদের রক্ত চুষে নেয়। আমাদের চোখের ঘুম কেড়ে নেয়। 
হিংসুক আগুনের গর্ত খনন করে এবং সবার আগে সে নিজেই তাতে পড়ে। হিংসা, ক্লেদাক্ততা মলিনতা স্থায়ী দুশ্চিন্তা ও পেরেশানীর ইত্যাদি রোগের জন্মদান করে। এসবের মাধ্যমে হিংসা পরম শান্তিপূর্ণ জীবনকে একেবারে ধ্বংস করে ছাড়ে। 
হিংসুকের সবচেয়ে বড় বিপদ হচ্ছে, সে আল্লাহর সঙ্গে ঝগড়া করে। আল্লাহ তাআলার ইনসাফের ব্যাপারে সন্দেহ পোষণ করে। শরিয়তের সঙ্গে বেয়াদবি ও রসুলের বিরোধিতা করে। 
হিংসা এমন এক আশ্চর্য রোগ, যার বিনিময়ে রোগীর কোন প্রতিদান লাভ হয়না। এ এমন এক মসিবত, যাতে লিপ্ত ব্যক্তি কোন ধরনের সাওয়াব অর্জন করতে পারেনা। 
হিংসুক মৃত্যু পর্যন্ত হিংসার আগুনে জ্বলতে থাকবে অথবা যতক্ষণ না আপনার কাছ থেকে আল্লাহ তায়ালার নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে; কিংবা আপনার দক্ষতা ও যোগ্যতা নষ্ট হয়ে যাবে অথবা আপনি আপনার চরিত্র মাধুরী ও সৎ গুনাবলী বিসর্জন দিয়ে দেবেন । আপনি এমনটি করলে হয়তো সুখ পাবে। 
হিংসুকের অকল্যাণ থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। হিংসুকেরতো সকালই হয়না, যতক্ষণ না সে তার বিষ কালো সাপের মতো কোন নিষ্পাপ দেহে সংক্রমতি করতে না পারে। 
অতএব হিংসা থেকে দূরে থাকুন। 
হিংসুক থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url