তাওহীদ | তাওহীদের সূক্ষ্ম বূঝ


তাওহীদ:  তাওহীদ হলো: আল্লাহ তা‘য়ালাকে তাঁর জন্য যা নির্দিষ্ট এবং ওয়াজিব সেসব বিষয়ে একক সাব্যস্ত করা।  বান্দা এ একিন-দৃঢ় বিশ্বাস করবে যে, আল্লাহ  তাঁর রবূবিয়াতে তথা কার্যাদিতে, আসমা-সিফাতে মানে নাম ও গুণাবলীতে একক এবং উলূহিয়াতে অর্থাৎ বান্দার সকল এবাদত কোন শরিক ছাড়াই একমাত্র তাঁরই জন্য নির্দিষ্টকরণ।

তাওহীদের অর্থঃ   
বান্দা দৃঢ় বিশ্বাস রাখবে এবং স্বীকার করবে যে, আল্লাহ  একক, সবকিছুর প্রতিপালক ও মালিক। তিনিই একমাত্র সৃষ্টিকর্তা এবং পৃথিবীর মহাব্যবস্থাপক। আর তিনিই একমাত্র এবাদতের হকদার, তাঁর কোন শরিক নেই। তিনি ছাড়া সকল মা‘বূদ বাতিল। তিনি পূর্ণ গুণে  গুণান্নিত, সর্ব প্রকার ত্রুটি ও অপূর্ণতা থেকে পবিত্র। তাঁর সুন্দরতম নাম ও উচ্চমানের গুণ রয়েছে।  আল্লাহ তা‘য়ালা বলেন:
“আল্লাহ তিনি ব্যতীত কোন সত্য ইলাহ-্উপাস্য নেই। সব সৌন্দর্যমণ্ডিত নাম তাঁরই।” [সূরা ত্বহা:৮]

তাওহীদের সূক্ষ্ম বূঝ:   
আল্লাহ তা‘য়ালা একক, তাঁর কোন শরিক নেই। তিনি এক তাঁর সত্ত্বায়, নাম ও গুণাবলীতে এবং কাজে কেউ তাঁর সদৃশ নেই। তাঁর সমস্ত রাজত্ব সৃষ্টি ও নির্দেশ। তিনি একক তাঁর কোন শরিক নেই। তিনি মালিক আর বাকি সবই তাঁর দাস। তিনিই প্রতিপালক আর সবই তাঁর বান্দা। তিনিই সৃষ্টিকর্তা আর বাকি সবই তাঁর সৃষ্টিরাজি।
“বলুন, তিনি আল্লাহ , একক, আল্লাহ  অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাঁকে জন্ম দেয়নি এবং তাঁর সমতূল্য কেউ নেই।” [সূরা এখলাস:১-৪]     
আল্লাহ  ক্ষমতাবান এবং তিনি ব্যতীত সকলে দুর্বল--। তিনি শক্তিমান আর বাকি সব অক্ষম। তিনি মহান আর সবই ক্ষুদ। তিনি অমুখাপেক্ষী আর সকলে তাঁরই অমুখাপেক্ষী। তিনি শক্তিশালী ও সবই দুর্বল। তিনি মহাসত্য এবং তিনি ছাড়া সকল উপাস্য বাতিল। আল্লাহ  বাণী:
 “ইটাই প্রমাণ যে, আল্লাহ্‌ই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা। আল্লাহ  ্সর্বোচ্চ, মহান।” [সূরা লোকমান:৩০]
তিনি মহান তাঁর চাইতে আর কেউ সুমহান নেই। তিনি সর্বোচ্চ তাঁর চাইতে কেউ উচ্চ নেই। তিনি বড় যার চাইতে আর কেউ বড় নেই। তিনি মেহেরবান তাঁর চাইতে কেউ বেশি দয়াবান নেই।     
তিনি শক্তিধর যিনি প্রত্যেক শক্তিশালীর মাঝে শক্তি সৃষ্টি করেন। তিনি শক্তিমান যিনি সকল শক্তিমানের মধ্যে শক্তি সৃষ্টি করেছেন। তিনি পরম করুণাময় যিনি প্রত্যেক করুণাকারীর ভিতরে করুণা সৃষ্টি করেছেন। তিনি মহাজ্ঞানী যিনি সকল সৃষ্টিকে জানেন। তিনি রিজিকদাতা যিনি প্রত্যেকটি রিজিক ও রিজিকপ্রাপ্তদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ  বাণী:


“তিনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। তিনি ব্যতীত কোন সত্য উপাস্য নেই। তিনিই সবকিছুর স্রষ্টা। অতএব, তোমরা তাঁরই এবাদত কর। তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী।” [সূরা আন‘য়াম:১০২]
তিনিই সত্য ইলাহ্ যিনি তাঁর সত্ত্বা, মহত্ত্ব, সৌন্দর্য ও উত্তম এহসানের
জন্য একমাত্র সমস্ত এবাদতের হকদার। একমাত্র তাঁরই জন্য সুন্দরতম নাম ও তিনিই সুউচ্চ গুণাবলীর অধিকারী। 
আল্লাহর বাণী: 
“কোন কিছুই তাঁর অনুরূপ নয়। তিনি সব শুনেন, সব দেখেন।”
[সূরা শূরা:১১]
তিনি অভিজ্ঞ, মহাজ্ঞানী যিনি যা ইচ্ছা তাই করেন এবং যা ইচ্ছা তাই
নির্দেশ করেন। আল্লাহর বাণী: 
“জেনে রাখ, তাঁরই কাজ সৃষ্টি করা এবং আদেশ করা। আল্লাহ্,
বরকতময় যিনি বিশ্বজগতের প্রতিপালক।” [সূরা আ‘রাফ: ৫৪]
তিনিই প্রথম সবকিছুর পূর্বে ও শেষ সবকিছুর পরে এবং তিনিই প্রকাশমান সবকিছুর উপরে ও অপ্রকাশমান সবকিছুর নিচে। তিনি সবকিছু অবগত এবং একক, তাঁর কোন শরিক নেই। আল্লাহর বাণী:
“তিনিই সর্বপ্রথম, তিনিই সর্বশেষ, তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সববিষয়ে সম্যক পরিজ্ঞাত।” [সূরা হাদীদ:৩] 


ইসলামী ফিকাহ-১
মুহাম্মাদ ইবনে ইবরাহীম আত্তওুয়াইজিরী 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url